ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের বাইরে জয়ী হলেন যারা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ (জিতু)। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সদস্যরা।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদ এবং দুটি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ভিপি পদে জয়ী জিতু

ভিপি পদে জয়ী হয়েছেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ (জিতু)। তিনি পেয়েছেন তিন হাজার ৩৩৪টি ভোট। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। আন্দোলনের আগে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

এ ছাড়া ভিপি পদে বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান (উজ্জ্বল) পেয়েছেন ১ হাজার ২১১ ভোট।

নির্বাচন বর্জন করা জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেলের ও ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি মো. শেখ সাদী হাসান পেয়েছেন ৬৪৮ ভোট।

এছাড়া ভিপি পদে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র ও স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের মো. মাহফুজুল ইসলাম (মেঘ) ১৩১ ভোট, সোহানুর রহমান ১১৫ ভোট, রাব্বি হোসেন (ফজলে রাব্বি) ৭০ ভোট, মো. আব্দুল মান্নান ৪২ ভোট ও মো. রাব্বি হোসেন ২৭ ভোট পেয়েছেন।

শিবির প্যানেলের বাইরে বিজয়ী অন্য যারা

ছাত্রশিবিরের প্যানেলের বাইরে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদুল হাসান কিরণ। তিনি সর্বোচ্চ পাঁচ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের খেলোয়াড়। বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ফুটসাল খেলতে এখন তিনি মালয়েশিয়ায়। এজন্য নিজের ভোটও দিতে পারেননি তিনি।

কিরণের নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোটের মো. শফিউজ্জামান পেয়েছেন এক হাজার ২২১ ভোট ও ছাত্রদলের প্যানেলের উজ্জ্বল হাসান (রবিন) পেয়েছেন ৫৪৩ ভোট।

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে বাগছাসের জাবির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসান লাবিব (১ হাজার ৬৯০ ভোট), সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অভিনেতা মুহিবুল্লাহ শেখ (শেখ জিসান আহমেদ) (২ হাজার ১৮ ভোট) এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে বাগছাসের মোহাম্মদ আলী চিশতী (২ হাজার ৪১৪ ভোট) জয়ী হয়েছেন।

জিএস পদে জয়ী মাজহারুল

জাবি শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম তিন হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের জাবি শাখার সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের মো. শাকিল আলী পেয়েছেন ৯৫৯ ভোট। নির্বাচন বর্জন করা ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।

এছাড়া জিএস পদে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের মো. শরণ এহসান ৩৯৭ ভোট, মো. তানবীর হোসেন ১৫৯ ভোট, সৈয়দা অনন্যা ফারিয়া ১২৩ ভোট, জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) ও ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেলের জাহিদুল ইসলাম (ঈমন) ১১০ ভোট ও আবু রায়হান কবির রাসেল ৬৪ ভোট পেয়েছেন।

এজিএস (নারী) পদে জয়ী আয়েশা

এজিএস (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা (মেঘলা) তিন হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন এক হাজার ৮৩৬ ভোট। ১৩ নম্বর ছাত্রী হল শাখা ছাত্রদলের সভাপতি আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন ৭৬৪ ভোট।

এছাড়া এজিএস (নারী) পদে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ফারিয়া জামান (নিকি) ৭৩২ ভোট, ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেলের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস ৬১০ ভোট ও লামিয়া রহমান তৈশী (পূর্ণতা) ৪৩৭ ভোট পেয়েছেন।

এজিএস (পুরুষ) পদে বিজয়ী ফেরদৌস

এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান দুই হাজার ৩৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের প্যানেলের জিয়া উদ্দিন (আয়ান) পেয়েছেন দুই হাজার ১৪ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের তৌহিদুল ইসলাম ভূঁঞা (নিবির ভূঁঞা) পেয়েছেন ৭১৫ ভোট। ছাত্রদলের মো. সাজ্জাদ উল ইসলাম পেয়েছেন ৭০১ ভোট।

এজিএস (পুরুষ) পদে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের নূর এ তামীম স্রোত ৫৭৪ ভোট, মো. আল ইমরান ৫৩৭ ভোট, মো. রাকিবুল হক ৩৮৬ ভোট, কাউসার আলম আরমান ৩৩৮ ভোট, মো. সজিব আহম্মদ (জেনিচ) ২০৫ ভোট ও মো. নাজমুল ইসলাম লিমন ১১৯ ভোট পেয়েছেন।

শিবিরের প্যানেল থেকে অন্য যারা জয়ী হলেন

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ছাত্রশিবিরের প্যানেল থেকে আবু উবায়দা (উসামা) দুই হাজার ৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল হাসান ইমন পেয়েছেন এক হাজার ৮৩৮ ভোট। শেখ লোকমান গালিব এক হাজার ৮২ ভোট, সুকান্ত বর্মণ ৭৩৮ ভোট, বাগছাসের প্যানেলের ফারহানা বিনতে জিগার ফারিনা ৫৯২ ভোট, ছাত্রদলের প্যানেলের ইয়ামিন হাওলাদার ৪৩৫ ভোট, কাজী মাশনুর হোসেন মৌশি ২৫৯ ভোট, সৈয়দ মেহের আফরোজ (শাঁওলি) ২৩৬ ভোট ও তানজিল আহাম্মদ ১২১ ভোট পেয়েছেন।

এ ছাড়া ছাত্রশিবিরের প্যানেল থেকে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে সাফায়েত মীর (২৮১১ ভোট), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম (১৯০৭ ভোট), সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ রায়হান উদ্দিন (১৯৮৬ ভোট), নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম (১৯২৯ ভোট), সহ-ক্রীড়া সম্পাদক পদে মো. মাহাদী হাসান (২১০৫), সহ-ক্রীড়া (নারী) সম্পাদক পদে ফারহানা আক্তার (১৯৭৬ ভোট), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম (২৪৩৬ ভোট), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে তৌহিদ হাসান (২৪৪২ ভোট), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে নিগার সুলতানা (২৯৬৬ ভোট), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে হুসনী মোবারক (২৬৫৩ ভোট), পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর রহমান (২৫৫৯ ভোট), কার্যকরী সদস্য (নারী) পদে নুসরাত জাহান ইমা (৩০১৪ ভোট), ফাবলিহা জাহান নাজিয়া (২৪৭৫ ভোট), নাবিলা বিনতে হারুন (২৭৫০ ভোট) এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে হাফেজ তারিকুল ইসলাম (১৭৪৬ ভোট) ও মো. আবু তালহা (১৮৫৪ ভোট) জয়ী হয়েছেন।

এএমএ/এমএমএআর/জেআইএম

টাইমলাইন

  1. ১২:৪৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের বাইরে জয়ী হলেন যারা
  2. ০৯:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা
  3. ০৯:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসুতে দুই পদে জয় পেলো বাগছাস
  4. ০৯:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শিবিরের প্যানেল থেকে অংশ নেওয়া সেই দম্পতি জয়ী
  5. ০৯:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ আম্মুর পছন্দের মাজহারুল জাকসুর জিএস: জুলাইযোদ্ধা ফাইয়াজ
  6. ০৮:৫৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ সমুদ্রে গোসলে নেমে বাবা-মার সামনে ডুবে গেলো মাহিত
  7. ০৮:৪৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে ভরাডুবি ছাত্রদলের
  8. ০৮:৩৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসুতে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা
  9. ০৮:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন: শিবির সভাপতি
  10. ০৭:৫৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ডাকসুর পর জাকসুতেও শিবিরের চমক
  11. ০৭:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু
  12. ০৭:২২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার
  13. ০২:২৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ আট ঘণ্টার ভোট গুনতে সময় লাগলো ৪০ ঘণ্টা
  14. ১১:১৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ, দুপুরে চূড়ান্ত ফলাফল ঘোষণা
  15. ১০:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শিক্ষার্থীদের স্বার্থে এ রায় মেনে নিতে হবে
  16. ০৮:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে তৃতীয়দিনের মতো চলছে ভোট গণনা
  17. ০৩:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
  18. ১২:৫৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, চূড়ান্ত ফলাফল সন্ধ্যায়
  19. ১০:০২ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু
  20. ০৮:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ বাগছাস বলছে জাকসু নির্বাচন ‘ত্রুটিযুক্ত’, তবে মেনে নেবে ফলাফল
  21. ০৮:২১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টায় শেষ হতে পারে জাকসুর ভোট গণনা
  22. ০৯:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ কখন জাকসুর ভোট গণনা শুরু—সিদ্ধান্ত হয়নি এখনো
  23. ০৮:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়লো
  24. ০৮:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ আড়াই ঘণ্টা পর শেষ হলো নজরুল হলের ভোটগ্রহণ
  25. ০৭:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ সব ব্যালট জমা হচ্ছে সিনেট ভবনে
  26. ০৭:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ সম্প্রীতির ঐক্য ও স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের ভোট বর্জন
  27. ০৭:৩৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু হয়
  28. ০৭:১৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ মীর মশাররফ হলে ভোট পড়েছে ৬৭ শতাংশ
  29. ০৬:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নজরুল হলে এখনো চলছে ভোটগ্রহণ, শিক্ষার্থীদের দীর্ঘ সারি
  30. ০৬:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ এবার জাকসু ভোট বর্জনের ঘোষণা সংশপ্তক প্যানেলের
  31. ০৬:১৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ভোট গ্রহণের সময় বৃদ্ধির দাবি স্বতন্ত্র ভিপি প্রার্থীর
  32. ০৬:০১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষক
  33. ০৫:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ হট্টগোলে বন্ধ-বিদ্যুৎবিভ্রাট-ছাত্রদলের বর্জনে উত্তপ্ত জাকসু ভোট
  34. ০৫:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ তাজউদ্দীন হলে সাড়ে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ৫৬ শতাংশ
  35. ০৫:৩৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ একটি বাদে সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ, ৭টা থেকে গণনা
  36. ০৫:২৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৫টার পরও তাজউদ্দীন হল কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ সারি
  37. ০৪:৪৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
  38. ০৪:৪৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ফজিলাতুন্নেসা হলে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ৫৭ শতাংশ
  39. ০৪:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ মেয়েদের হলে ভোট দিয়ে ফের লাইনে দাঁড়ানোর অভিযোগ বাগছাস নেতার
  40. ০৪:২৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ছাত্রদলের ভোট বর্জনের পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
  41. ০৪:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ছাত্রদলের ভিপি প্রার্থীর কেন্দ্রে প্রবেশের চেষ্টার অভিযোগ
  42. ০৪:০২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জাহানারা ইমাম হলে সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৫৮ শতাংশ
  43. ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
  44. ০৩:৪৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ওভারঅল যা দেখছি, তা উদ্বেগজনক: শিবিরের জিএস প্রার্থী
  45. ০৩:২৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ প্রীতিলতা হলে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ
  46. ০২:০৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ফজিলাতুন্নেসা হলে হট্টগোল বন্ধ হওয়ার পর ভোটগ্রহণ শুরু
  47. ০১:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল
  48. ০১:৪৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থীর কেন্দ্রে প্রবেশের চেষ্টা, হট্টগোল
  49. ০১:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ লুঙ্গি পরে ভোট দিলেন জাবি শিক্ষার্থী, ভিডিও ভাইরাল
  50. ০১:১৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জামায়াতের কোম্পানির ব্যালট দিয়ে কারচুপির পাঁয়তারা চলছে: শেখ সাদী
  51. ১২:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী, হট্টগোলে ভোট বন্ধ
  52. ১২:৪৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জাকসুতে সময়ের সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
  53. ১২:৩৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জাবির রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
  54. ১২:৩৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণে আমরা ‘শঙ্কিত’: শেখ সাদী
  55. ১২:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ অন্ধকারে ভোট, বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানা নেই প্রশাসনের
  56. ১২:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জাকসুর ভোট গণনা পদ্ধতি নিয়ে যা বললেন শিবিরের ভিপি প্রার্থী
  57. ১২:২৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নজরুল হল কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে কালি না দেওয়ার অভিযোগ
  58. ১২:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ দেড়টায় বাগছাস সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন
  59. ১২:১৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ তাজউদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ
  60. ১২:০২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ওএমআর নয়, হাতে গোনা হবে জাকসুর ভোট
  61. ১১:৫৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জরুরি সংবাদ সম্মেলনে আসছে জাকসুর ছাত্রদল সমর্থিত প্যানেল
  62. ১১:৫২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ডোপটেস্টের ফল প্রকাশ না হওয়ায় ভিপি প্রার্থী আরিফুল্লাহর ক্ষোভ
  63. ১১:৪৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ফজিলাতুন্নেসা হলে দেরিতে ভোট, সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ
  64. ১১:৪৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ডাকসুর প্রভাব জাকসুতে পড়বে না: ছাত্রদলের ভিপি প্রার্থী সাদী
  65. ১১:৪০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন জাকসু প্রার্থীরা
  66. ১১:১৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ভোটার ২৯৩ জন, ব্যালট পেপার পাঠানো হয়েছে ৪০০
  67. ১১:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০ নম্বর হলে বিদ্যুৎ নেই, অন্ধকারেই চলছে ভোটগ্রহণ
  68. ১১:০৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ আচরণবিধি ভেঙে শিবিরকর্মীরা কেন্দ্রে লিফলেট বিলি করছে
  69. ১১:০৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ভোটারের চেয়ে বেশি ব্যালট দেওয়ার অভিযোগ শিবিরের জিএস প্রার্থীর
  70. ১০:৫৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ কবি নজরুল হলে ৪৫ মিনিটে ভোট পড়েছে ১২টি
  71. ১০:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ী হবো: ভিপি প্রার্থী আরিফুল্লাহ
  72. ০৯:২৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে
  73. ০৯:০২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
  74. ০১:০০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ ব্যালট বাক্স বহনকালে নির্বাচন কর্মকর্তাদের পাশে দুই ছাত্রদল নেতা
  75. ১১:৫৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে কোন হলে কত ভোটার?
  76. ০৯:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে লড়াই হবে ৮ প্যানেলের
  77. ০৮:৫৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বহিরাগত ঠেকাতে শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে ৫ গেট
  78. ০৮:৪৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জাকসুতে ভোটগ্রহণ ওএমআর ব্যালটে, দিতে হবে টিক চিহ্ন
  79. ০৮:৩৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জাকসুর ভোটগ্রহণ সকাল ৯টায়, শেষ বিকেল ৫টায়
  80. ০৮:৩২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচনে থাকবে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি