ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ মে ২০২৫

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধের সাক্ষী হলো ভারত এবং পাকিস্তান। গত বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পাকিস্তান ভারতীয় ভূখণ্ড ও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। দিল্লি কিন্তু এখনো প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা মনে করেন, কয়েক দশকের পুরোনো দ্বন্দ্বে ‌‘টিট-ফর-ট্যাট’ হামলার এই নীতি একটি ‘বিপজ্জনক’ এবং নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ উভয় পক্ষই অস্থিতিশীল সীমান্তে কেবল গোবারুদ নয়, ড্রোনের মতো মানবহীন অস্ত্রও ব্যবহার করেছে।

ওয়াশিংটন ও অন্য বৈশ্বিক শক্তিগুলো যখন উভয়পক্ষকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান জানাচ্ছে, তখন ড্রোন ব্যবহারের মাধ্যমে ভারত ও পাকিস্তান কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনার বৃদ্ধি একটা রিমোট (দূর থেকে নিয়ন্ত্রিত), নীরব ও অস্বীকারযোগ্য সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউএস নাভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা মাতিসেক বিবিসিকে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ একটা নতুন ড্রোন যুগে প্রবেশ করছে- যেখানে অদৃশ্য চোখ এবং আনম্যানড প্রিসিসন (মানবহীন পদ্ধতির নিখুঁত পরিমাপ) উত্তেজনা বা সংযম নির্ধারণ করতে পারে।

সুতরাং দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে, ড্রোনযুদ্ধে পারদর্শী পক্ষরা শুধু যুদ্ধক্ষেত্র তৈরি করবে না, তাকে আকারও দেবে।

বিজ্ঞাপন

পাকিস্তান অভিযোগ তুলেছে, বুধবার সকাল থেকে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে ৩৬ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে। ভারত জোর দিয়ে বলেছে, পহেলগাম হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে ইসলামাবাদ ২২ এপ্রিলের পহেলগাম হামলার পেছনে তাদের কোনো ধরনের ভূমিকার কথা অস্বীকার করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন শহরে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। দাবি অনুযায়ী, ভূপাতিত করা ওই ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হ্যারোপ ড্রোন এবং প্রযুক্তিগত ও অস্ত্রভিত্তিক পাল্টা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো প্রতিহত করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারত দাবি করেছে, পাকিস্তানের কয়েকটি বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেম নিষ্ক্রিয় করেছে যার মধ্যে একটি লাহোরে অবস্থিত। ইসলামাবাদ এই দাবিকে খারিজ করে দিয়েছে।

লেজার-গাইডেড ক্ষেপণাস্ত্র এবং বোমা, ড্রোন ও আনম্যানড এরিয়াল ভেহিকলস (ইউএভি) আধুনিক যুদ্ধে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এগুলো সামরিক অভিযানের নির্ভুল হওয়া এবং নিখুঁত দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এটা বিমান হামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানাঙ্কগুলো রিলে করতে পারে বা যদি ডিজাইন করা হয় তাহলে সরাসরি লেজার-ডেজিগনেশনের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ায় সাহায্য করতে পারে।

ড্রোন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দমন করতে বা ফাঁদ হিসাবে ব্যবহার করা যেতে পারে। শত্রু রাডার নির্গমনকে ট্রিগার করার জন্য প্রতিযোগিতামূলক আকাশসীমায় উড়ে যেতে পারে যা পরে লয়টারিং ড্রোন বা অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের মতো অন্যান্য যুদ্ধাস্ত্র দ্বারা নিশানা করা যেতে পারে।

বিজ্ঞাপন

ইউক্রেন ও রাশিয়া দুজনেই তাদের যুদ্ধে এভাবেই কাজ করে। এই দ্বৈত ভূমিকা অর্থাৎ লক্ষ্যবস্তু করা এবং ট্রিগার করার বিষয়টা ড্রোনকে মনুষ্যবাহী বিমান ব্যবহারের ঝুঁকি ছাড়াই শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হ্রাস করার শক্তি বাড়িয়ে তোলে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের ড্রোনের বহর মূলত আইএআই সার্চার এবং হেরনের মতো ইসরায়েলের তৈরি ইউএভি ও হার্পি এবং হ্যারোপ লোটারিং মিউনিশনের মতো করে নির্মিত, যে ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের মতোই দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন, স্বায়ত্তশাসিত পুনরুদ্ধার করতে এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, হ্যারোপ (লয়টারিং মিউনিশন বা ভ্রাম্যমাণ যুদ্ধাস্ত্র) উচ্চমূল্যের, নির্ভুল-লক্ষ্যবস্তুকে নিশানা করার মাধ্যমে আধুনিক সংঘাতের ক্ষেত্রে লয়টারিং মিউনিশনের মতো যুদ্ধাস্ত্রের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে।

বিশেষজ্ঞরা মনে করেন, হেরন শান্তিকালীন পর্যবেক্ষণ এবং যুদ্ধ অভিযান দুই ক্ষেত্রে আকাশের উচ্চতায় চোখ রাখতে ভারতকে সাহায্য করেছে। আইএআই সার্চার, এমকে-২ ফ্রন্টলাইন অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে, যার সহনশীলতা ১৮ ঘন্টার এবং এটা ৩০০কিলোমিটার পরিসীমা এবং ৭০০০ মিটারের সার্ভিস সিলিং সরবরাহ করে।

বিজ্ঞাপন

অনেকে বিশ্বাস করেন যে, ভারতের যুদ্ধ ড্রোনের সংখ্যা পরিমিত, তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩১টা এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার জন্য ৪০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। এই পদক্ষেপ ভারতের আঘাত হানার ক্ষমতাকে অনেকটাই বাড়িয়েছে। এই ড্রোন ৪০ ঘন্টা ধরে উড়তে পারে এবং ৪০ হাজার ফুট উচ্চতায় যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ড্রোনের বহরের কৌশলও বিকশিত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত ও পরিপূর্ণ করার জন্য বিপুল সংখ্যক ছোট ইউএভি মোতায়েন করেছে ভারত। এতে ভারতের উচ্চমূল্যের সিস্টেমগুলো নির্দিষ্ট আকাশপথে প্রবেশ করতে পারে।

লাহোর-ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক এজাজ হায়দার বিবিসিকে বলেন, পাকিস্তানের ড্রোন বহর বিস্তৃত এবং বৈচিত্র্যময়। এতে দেশীয় সিস্টেম রয়েছে আবার আমদানি করা সিস্টেমও আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাকিস্তানের ঝুলিতে থাকা ড্রোনের তালিকায় এক হাজারেরও বেশি ড্রোন রয়েছে, যার মধ্যে চীন, তুরস্ক এবং দেশীয় নির্মাতাদের মডেল রয়েছে।

এই তালিকায় রয়েছে চীনা সিএইচ -৪, তুরস্কের বায়রাক্তার আকিনসি এবং পাকিস্তানের বুরাক ও শাহপার ড্রোন। পাকিস্তান তার আক্রমণ সক্ষমতা আরও বাড়িয়েছে এবং যুদ্ধাস্ত্র তৈরি করেছে।

এজাজ হায়দার জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) প্রায় এক দশক ধরে সক্রিয়ভাবে তাদের অভিযানে আনম্যান্ড সিস্টেমকে (মনুষ্যবিহীন সিস্টেমকে) অন্তর্ভুক্ত করছে। তিনি আরও বলেন, মূল ফোকাস হলো লয়াল উইংম্যান ড্রোনের বিকাশ। এটা মনুষ্যবাহী বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য ডিজাইন করা ইউএভি।

অধ্যাপক মাতিসেক মনে করেন, হারোপ এবং হেরন ড্রোন সরবরাহকারী ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে তুরস্ক ও চীনা প্ল্যাটফর্মের ওপর পাকিস্তানের নির্ভরতা চলমান অস্ত্র প্রতিযোগিতাকে তুলে ধরে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ড্রোন বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘাতে যে ধরনের ড্রোনকেন্দ্রিক যুদ্ধ নজরে এসেছে, তার সঙ্গে এর স্পষ্টতই পার্থক্য রয়েছে। সেখানে ড্রোন সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাশিয়া-ইউক্রেন উভয় পক্ষকেই নজরদারি, লক্ষ্যবস্তু এবং সরাসরি আক্রমণের জন্য হাজার হাজার ইউএভি মোতায়েন করতে দেখা গেছে।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বলেছেন, যুদ্ধবিমান বা ভারী ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ড্রোন মোতায়েন করা নিম্ন স্তরের সামরিক বিকল্পের প্রতিনিধিত্ব করে। ড্রোন মনুষ্যবাহী বিমানের চেয়ে কম সশস্ত্র। তাই এক অর্থে, এটা এক ধরনের সংযত পদক্ষেপ। তবে এটা যদি নিছক বিস্তৃত বিমান অভিযানের পূর্বপ্রস্তুতি হয়, তাহলে কিন্তু হিসেব-নিকাশ পুরোপুরি পাল্টে যাবে।

অন্যদিকে এজাজ হায়দারের মতে, জম্মুতে ড্রোন তৎপরতা তাৎক্ষণিক উসকানির একটা কৌশলগত প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে। পাকিস্তানের দিক থেকে এটা পূর্ণ মাত্রার প্রতিশোধ নয়।

তিনি বলেন, ভারতের বিরুদ্ধে (পাকিস্তানের তরফে) সত্যিকারের প্রতিশোধমূলক হামলা হলে, তা হবে বিস্ময়কর। সম্ভবত তা আরও বিস্তৃত হবে, একাধিক প্ল্যাটফর্ম যেমন মনুষ্যবাহী এবং মানবহীন দুই ধরনের প্ল্যাটফর্মই জড়িত থাকবে এবং তা বিস্তৃত পরিসরকে লক্ষ্য করে চালানো হবে। এ ধরনের অপারেশনের লক্ষ্য হবে একটা সিদ্ধান্তমূলক প্রভাব প্রদান করা, যা বর্তমান টিট-ফর-ট্যাট এক্সচেঞ্জের বাইরে গিয়ে একটা উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধির দিকে ইঙ্গিত করবে।

বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন-রাশিয়ার ক্ষেত্রে ড্রোনের ব্যবহার মৌলিকভাবে নতুন রূপ দিলেও ভারত-পাকিস্তান সংঘাতের ক্ষেত্রে ড্রোনের ভূমিকা আরও সীমিত এবং প্রতীকী রয়ে গিয়েছে। দুই দেশই একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে তাদের মনুষ্যবাহী বিমান বাহিনীও ব্যবহার করেছে।

যে ড্রোন যুদ্ধ প্রত্যক্ষ করা হচ্ছে তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এটা একটা বৃহত্তর সংঘাতের সূচনাও হতে পারে।
এটা হয় উত্তেজনা প্রশমন অথবা উত্তেজনা বৃদ্ধির সংকেত দিতে পারে এবং উভয় সম্ভাবনাই রয়ে গেছে। আমরা একটি প্রতিবিম্ব বিন্দুতে আছি। এখান থেকে আমরা কোন দিকে যাব তা অনিশ্চিত।

স্পষ্টতই ভারত তার প্রিশিসন-স্ট্রাইক (লক্ষ্যবস্তুকে আঘাত করতে পরিমিত ও নিখুঁত ভাবে ব্যবহারও) করতে ড্রোনকে ব্যবহার করেছে। মনুষ্যবাহী বিমানের সাহায্যে সীমান্ত অতিক্রম না করেই স্ট্যান্ড অব টার্গেটকে নিশ্চিত করছে। তবে এই বিবর্তন সমালোচনামূলক প্রশ্নও উত্থাপন করে।

বিশেষজ্ঞদের মতে, ড্রোন রাজনৈতিক ও অপারেশনাল অ্যাকশনের সীমাকে কমিয়ে দেয়। নজরদারি ও আঘাত হানার বিকল্প সরবরাহ করে এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি হ্রাস করার চেষ্টা করে। কিন্তু তারা উত্তেজনা বৃদ্ধির নতুন গতিশীলতাও তৈরি করে যেখানে প্রতিটা ড্রোন ভূপাতিত করা হয়, প্রতিটা রাডার বন্ধ করা হয় এবং দুটি পারমাণবিক শক্তির মধ্যে এই উত্তেজনাপূর্ণ পরিবেশে এটা একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

সূত্র: বিবিসি বাংলা

টিটিএন

টাইমলাইন

  1. ০৫:১৫ পিএম, ৩১ মে ২০২৫ অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
  2. ১০:২৫ এএম, ২০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতের চিহ্ন বহন করছে কাশ্মীর সীমান্তের পরিবারগুলো
  3. ০৭:৪০ পিএম, ১৯ মে ২০২৫ পাকিস্তানকে সাহায্যে স্যাটেলাইট সরিয়েছিল চীন
  4. ১০:২১ এএম, ১৫ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা?
  5. ০১:২৯ পিএম, ১৪ মে ২০২৫ কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
  6. ১১:১৪ এএম, ১৩ মে ২০২৫ ভারতে ব্যাপক সমালোচনার মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে
  7. ০৯:৫৪ পিএম, ১২ মে ২০২৫ পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি
  8. ০৪:০৩ পিএম, ১২ মে ২০২৫ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের
  9. ১২:৩৬ পিএম, ১২ মে ২০২৫ ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের
  10. ১১:১১ এএম, ১২ মে ২০২৫ ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী
  11. ০৯:২৮ পিএম, ১১ মে ২০২৫ তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
  12. ০৫:২২ পিএম, ১১ মে ২০২৫ বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী
  13. ০৪:৩৯ পিএম, ১১ মে ২০২৫ কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
  14. ০৪:১২ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প
  15. ০৩:৩০ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা
  16. ০১:১৭ পিএম, ১১ মে ২০২৫ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
  17. ০৯:৪২ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান
  18. ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ১৪ জন উদ্ধার
  19. ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
  20. ০৯:২৯ পিএম, ১০ মে ২০২৫ পাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ
  21. ০৮:৫০ পিএম, ১০ মে ২০২৫ ভারতের শেয়ারবাজার দুদিনেই হারিয়েছে ৮৩ বিলিয়ন ডলার
  22. ০৮:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি
  23. ০৮:০৫ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি
  24. ০৭:১৯ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান
  25. ০৭:১০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি
  26. ০৭:০০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
  27. ০৬:৪৪ পিএম, ১০ মে ২০২৫ বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
  28. ০৬:৩৯ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও
  29. ০৬:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
  30. ০৬:২৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
  31. ০৬:১১ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
  32. ০৫:১৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক?
  33. ০৪:২২ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের বহর কেমন?
  34. ০২:৫০ পিএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠকের কথা অস্বীকার করলো পাকিস্তান
  35. ০১:১১ পিএম, ১০ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ
  36. ১২:১৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  37. ১১:১৫ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের অভিযানের নাম কেন অপারেশন বুনিয়ান-উম-মারসুস?
  38. ০৯:৩৪ এএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান
  39. ০৮:৫৯ এএম, ১০ মে ২০২৫ ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান
  40. ০৮:৩৯ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
  41. ০১:০৭ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত: এনডিটিভি
  42. ০৯:৩৫ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ
  43. ০৯:০৫ পিএম, ০৯ মে ২০২৫ হুমকিতে পাকিস্তানের অর্থনীতি, নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য
  44. ০৮:৪৩ পিএম, ০৯ মে ২০২৫ সব বন্দর-টার্মিনাল-শিপইয়ার্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ভারতের
  45. ০৮:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি
  46. ০৬:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পর্যটকরা
  47. ০৩:৫৪ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে
  48. ০৯:৫১ এএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে?
  49. ১০:২১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ
  50. ০৯:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দারা
  51. ০৯:১৯ পিএম, ০৮ মে ২০২৫ আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
  52. ০৮:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
  53. ০৮:৩১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দরপতন
  54. ০৭:৫৭ পিএম, ০৮ মে ২০২৫ এই বাড়ি আমাদের স্বপ্ন, এটি ছাড়া বাঁচবো কী করে
  55. ০৬:৫১ পিএম, ০৮ মে ২০২৫ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল
  56. ০৬:৩১ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান
  57. ০৬:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর
  58. ০৫:২৪ পিএম, ০৮ মে ২০২৫ লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
  59. ০৪:৪৫ পিএম, ০৮ মে ২০২৫ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন
  60. ০৪:৪০ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে থামতে বললেন ট্রাম্প
  61. ০৪:২৯ পিএম, ০৮ মে ২০২৫ ২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
  62. ০৪:০৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট
  63. ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৫ বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী
  64. ০৩:২৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের
  65. ০২:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে রাতভর গোলাগুলি
  66. ০২:২২ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত, পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ পাকিস্তানের
  67. ০১:১৬ পিএম, ০৮ মে ২০২৫ ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত
  68. ১২:৩২ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না?
  69. ১২:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  70. ১২:০০ পিএম, ০৮ মে ২০২৫ লর্ড অব ওয়ার
  71. ১১:৩৩ এএম, ০৮ মে ২০২৫ সাত সকালে লাহোরে বিস্ফোরণ
  72. ১১:২৭ এএম, ০৮ মে ২০২৫ লাহোরে গুলি করে ২ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান
  73. ১১:১৫ এএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে: প্রতিরক্ষামন্ত্রী
  74. ১০:০২ এএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে
  75. ০৯:২৩ এএম, ০৮ মে ২০২৫ ভারতের বিমান হামলা: পাকিস্তানের পাল্টা অভিযান কি অনিবার্য?
  76. ০৮:৩৯ এএম, ০৮ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে
  77. ০৮:১৪ এএম, ০৮ মে ২০২৫ যুদ্ধের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে
  78. ০৯:৪১ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল
  79. ০৯:০৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে পাকিস্তান-সংঘাত
  80. ০৮:২৯ পিএম, ০৭ মে ২০২৫ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক
  81. ০৭:০৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল
  82. ০৬:৫৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫
  83. ০৬:০৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
  84. ০৬:০৫ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত বাঁধতেই এক্সের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
  85. ০৫:৫৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
  86. ০৫:৩৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’
  87. ০৫:২৭ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরিফের
  88. ০৫:০৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের নোসেরি বাঁধেও হামলা চালিয়েছে ভারত
  89. ০৪:৫৮ পিএম, ০৭ মে ২০২৫ আতঙ্কে বাংলাদেশের শেয়ারবাজারে ধস
  90. ০৪:৩৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল
  91. ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা ‘সাময়িক’
  92. ০৪:২৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব
  93. ০৩:৫৪ পিএম, ০৭ মে ২০২৫ কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
  94. ০৩:২৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
  95. ০২:৪০ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০
  96. ০১:৫১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সক্ষমতা কার বেশি?
  97. ০১:১৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
  98. ০১:০৪ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
  99. ১২:৪৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০: এনডিটিভি
  100. ১২:১৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যত যুদ্ধ
  101. ১২:১১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, রুট পরিবর্তন করছে এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স
  102. ১০:৫৬ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ
  103. ১০:৪২ এএম, ০৭ মে ২০২৫ শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান
  104. ১০:২৮ এএম, ০৭ মে ২০২৫ জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত
  105. ১০:২৫ এএম, ০৭ মে ২০২৫ ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ
  106. ১০:১৫ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক
  107. ০৯:৪৮ এএম, ০৭ মে ২০২৫ মসজিদেও হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের মন্ত্রী
  108. ০৯:৩৮ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ
  109. ০৮:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ
  110. ০৮:৪৩ এএম, ০৭ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি, তিন ভারতীয় নিহত
  111. ০৮:২৭ এএম, ০৭ মে ২০২৫ ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান
  112. ০৮:২৩ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
  113. ০৮:১০ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প
  114. ০৭:৫৭ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮
  115. ০৭:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
  116. ০৭:৩৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত
  117. ০৬:১৫ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ২ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
  118. ০৫:২৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত
  119. ০৪:০৮ এএম, ০৭ মে ২০২৫ ‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিৎ নয় ভারতের’

বিজ্ঞাপন