ভারত-পাকিস্তান সংঘাতের চিহ্ন বহন করছে কাশ্মীর সীমান্তের পরিবারগুলো
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী/ ছবি: এএফপি
১৬ বছর বয়সী নিমরার ঘুমটা ভেঙ্গে যায় একটা ভারতীয় মিসাইলের শব্দে। বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিল সে। পা যেন আর নড়ছিল না নিমরার। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে নিমরাদের বাড়ির কয়েক মিটার দূরের মসজিদে ততক্ষণে আঘাত করেছে ভারতীয় মিসাইল।
চোখের সামনেই সে দেখেছিল মিসাইলের আঘাতে মসজিদের একটা মিনার ভেঙ্গে পড়েছে। আঘাত যে ওর নিজের বুকেও লেগেছে, সেটা বুঝতেই পারেনি নিমরা।
ওর পরিবারের লোকজন কাছেই ওর খালার বাড়িতে পৌঁছনোর পরে কেউ একজন ফোনের টর্চ জ্বালিয়েছিল। নিমরা বলে, আমার খালা তো আঁতকিয়ে উঠেছিল। আমার জামায় তখন রক্ত। আসলে জামার রং ছিল সাদা আর গোলাপী, কিন্তু ততক্ষণে জামাটা যেন কেউ লাল রঙে চুবিয়ে দিয়েছে। আমি আগে কখনও দেখিনি এরকম।
সে সময় সবাই দৌড়াতে শুরু করে। নিমরা বলে, আমিও দৌড়চ্ছিলাম, কিন্তু পুরো সময়টা বুকে একটা হাত চেপে রেখেছিলাম। আমার মনে হয়েছিল হাতটা সরালেই ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসবে।
পরে জানা গিয়েছিল যে ওর হৃদপিণ্ডের খুব কাছে একটা ধারালো টুকরো গেঁথে গেছে। এর কয়েক ঘণ্টা পরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে গোলাবর্ষণ শুরু করেছিল, তা থেকে পালানোর চেষ্টা করছিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চের অন্য একটি পরিবার।
যখন গোলাগুলি শুরু হয়, তখন সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল- শিশুরা ভয়ে তাদের বাবা-মাকে আঁকড়ে ধরে ছিল বলে জানান ৭২ বছর বয়সী এমএন সুধান।
তিনি বলেন, কয়েকটি পরিবার গাড়িতে করে জম্মুর উদ্দেশে রওনা দিয়েছিল। আমরাও সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। কিন্তু আমরা রওনা হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে একটি গোলা এসে পড়লো আমাদের গাড়ির খুব কাছে। ধারালো টুকরোগুলো গাড়ির ভেতরে ছিটকে এসেছিল। আমার নাতি ওখানেই মারা যায়।
আমাদের ভবিষ্যতটা তখনই তছনছ হয়ে গেছে- ১৩ বছরের বিহান মারা যাওয়ার কথা মনে করে বলছিলেন তার দাদু। তিনি বলেন, আমরা তো সব হারালাম, দুঃখ পাওয়া ছাড়া আর তো কিছুই রইল না আমাদের। আমি ভারত আর পাকিস্তানের মধ্যে দুটি যুদ্ধ দেখেছি, কিন্তু এত তীব্র গোলাবর্ষণ আগে কখনও দেখিনি।
গোলাগুলির মাঝে পড়ে গেলাম
ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক তীব্রতম সংঘর্ষের মধ্যে পড়ে গিয়েছেন কাশ্মীর সীমান্তের পরিবারগুলো। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে দুদেশের সরকারই। কিন্তু ওই অঞ্চলে সংঘর্ষের মাঝে পড়ে যাওয়া পরিবারগুলোর খোঁজ নিয়েছেন বিবিসির সংবাদদাতারা।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুদিকেই অনেক মানুষই বিবিসিকে জানিয়েছেন যে, তাদের প্রিয়জনকে যেমন হারাতে হয়েছে, তেমনই সম্পদেরও ক্ষতি হয়েছে। ভারতের দিকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে আর পাকিস্তান দাবি করেছে যে, তাদের ৪০ জন বেসামরিক মানুষের প্রাণ গেছে। তবে এটা নিশ্চিত করা যায়নি যে সরাসরি গোলার আঘাতে ঠিক কতজন মারা গেছেন।
বিহানের দাদু সুধান বলেন, আগে থেকে তো সতর্ক করা হয়নি যে, বাড়ির ভেতরে থাকতে হবে বা এলাকা ছেড়ে চলে যেতে হবে। আগে থেকে কেন আমাদের জানানো হলো না? আমরা সাধারণ মানুষরা তো গোলাগুলির মাঝে পড়ে গেলাম।
ভারত সরকার সম্ভবত আগে থেকে সাধারণ মানুষকে এলাকা খালি করতে বলেনি এ কারণে যাতে সামরিক হামলার বিষয়টা গোপন রাখা যায়। তবে স্থানীয় সরকারি কর্মকর্তারা কিন্তু এপ্রিল মাসে পহেলগামের হত্যাকাণ্ডের পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষকে গ্রামের বাঙ্কারগুলো পরিষ্কার করে রাখতে বলেছিলেন।
ভারত যেদিন প্রথম ক্ষেপণাস্ত্র ছুঁড়লো অর্থাৎ গত ৭ মের পরের দিনই দুই দেশেই ড্রোন হামলা শুরু হয়। এরপরেই নিয়ন্ত্রণ রেখার ভারতের দিক থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে দিতে শুরু করে সরকার। সেদিনই রাত ৯টার দিকে ভারত শাসিত কাশ্মীরের উরির বাসিন্দা খান পরিবার ঠিক করে যে তাদেরও বাড়ি ছাড়তে হবে। বেশিরভাগ প্রতিবেশীই ততক্ষণে বাড়ি ছেড়ে চলে গেছেন।
বাড়ি থেকে বের হওয়ার ঠিক ১০ মিনিটের মাথায় একটি গোলা থেকে ছুটে আসা ধাতব টুকরো ৪৭ বছরের নার্গিসের গায়ে বিঁধে যায়। তার আরেক আত্মীয় হাফিজাও গুরুতর আহত হন। গাড়ি নিয়ে তারা সোজা চলে যায় কাছের হাসপাতালে। কিন্তু দেখা যায় হাসপাতালের দরজায় তালা দেওয়া।
হাফিজা বলেন, আমি কোনমতে হাসপাতালের পাঁচিল টপকিয়ে ভেতরে গিয়ে সাহায্য চাই। ওদের বলি যে আমাদের সঙ্গে আহত মানুষ আছেন। তখন একজন এসে দরজা খোলে। গোলাবর্ষণের ফলে ডাক্তাররা ভয় পেয়ে গিয়ে সব বন্ধ করে ভেতরে বসেছিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
জামা-কাপড় মায়ের রক্তে ভেসে যাচ্ছিল
নার্গিসের ছয় সন্তান। তার সবচেয়ে ছোট মেয়ে ২০ বছরের সানাম বলেন, প্রথমে যে হাসপাতালটায় তারা গিয়েছিলেন, সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা ছিল না। আরেকটি হাসপাতালে তার মাকে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
তিনি বলেন, গোলা থেকে ছিটকে আসা একটা টুকরো মায়ের মুখে বিঁধেছিল। আমার জামাকাপড় মায়ের রক্তে ভেসে যাচ্ছিল। আমরা সমানে মায়ের সঙ্গে কথা বলে চলেছিলাম যাতে মায়ের জ্ঞান থাকে। কিন্তু শেষরক্ষা হলো না।
ভারত আর পাকিস্তানের মধ্যে ২০২১ সালের যুদ্ধ বিরতির পর থেকে ওই অঞ্চলে মানুষ বেশ শান্তিতেই থাকছিলেন। অনেক বছর পর তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করেছিলেন। তবে তাদের সেই নিরাপদে থাকাটা এখন অতীত।
সানাম বলেন, আমি দুই সরকারের কাছেই অনুরোধ করবো যে, আপনারা যদি যুদ্ধ করবেন বলে ঠিক করেন, তাহলে অন্তত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিন, তাদের তৈরি হওয়ার সময় দিন।
তিনি বলেন, যারা আরামে বসে যুদ্ধ চায় তাদের সীমান্তে পাঠানো হোক। তারা দেখে যান এখানে কেমন করে জীবন কাটে আমাদের। তাদের নিজেদের চোখের সামনে প্রিয়জনকে হারালে তারা টের পাবেন।
এখানেই দাঁড়িয়ে ছিল, পরের মুহূর্তেই নেই
ভারত হামলা চালিয়েছে এটা জানার পরেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি অঞ্চলের বিধায়ক সাজ্জাদ শফি এলাকার মানুষকে সরিয়ে দিতে শুরু করেছিলেন। তবে সরে যাওয়ার সময়টা পাননি নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম উপত্যকার বাসিন্দা মুহাম্মদ শফি।
৩০ বছর বয়সী মুহাম্মদ শফি শাহকোট গ্রামে তার বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন। সামনেই খেলছিল তার ছেলে। উঠানে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। তিনি বলেন, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি একটা মর্টার শেল ছুটে আসছে। চোখের পলকে শেলটা আমার স্ত্রীর গায়ে এসে পড়ল। চিৎকার করার সময়টাও পায়নি ও। এই এখানে দাঁড়িয়ে ছিল, পরের মুহূর্তেই নেই। তার মুখ, মাথা- কিচ্ছু ছিল না। শুধু কিছুটা ধোঁয়া আর ধুলো। আমার কানের পর্দায় তালা লেগে গিয়েছিল। কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি বুঝতেও পারিনি যে আমি ভীষণ জোর চিৎকার করছিলাম।
তিনি বলেন, ওই রাতে স্ত্রীর দেহের যেটুকু অবশিষ্ট ছিল, তা নিয়ে আমি ঘরেই ছিলাম। পুরো গ্রামের সবাই বাঙ্কারে চলে গিয়েছিল। রাতভর গোলা পড়েছে, আর আমি স্ত্রীর দেহ নিয়ে কেঁদেই চলছিলাম। যতক্ষণ পেরেছি ওর হাতটা ধরে রেখেছিলাম।
একটি বাঙ্কারে তার ভাতিজি ১৮ বছর বয়সী উমাইমাও ছিল। ভয়াবহ অবস্থার মধ্যে চারদিন তাকে এবং তার পরিবারকে বাঙ্কারে কাটাতে হয়েছে। একটা বাঙ্কারে আমরা ৬-৭ জন গাদাগাদি করে থাকতে বাধ্য হয়েছিলাম। অন্য বাঙ্কারটা তখন ভর্তি হয়ে গেছে। বাঙ্কারের ভেতরে শোওয়ার জায়গাও ছিল না। কেউ দাঁড়িয়ে ছিল, কেউ বসে ছিল। খাবার বা পানি ছিল না। ঘোর অন্ধকারের মধ্যে সবাই ভয়ে চিৎকার করছিল, কাঁদছিল, কেউ আল্লাহকে ডাকছিল বলে জানান তিনি।
পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের যে এলাকাগুলো সবচেয়ে বেশি সমরসজ্জায় সজ্জিত ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, তারই অন্যতম লিপা উপত্যকা। সেখানকার একটি বাঙ্কারে সপরিবারে আশ্রয় নিয়েছিলেন শামস উর রহমান। বাঙ্কারটি রহমানের নিজস্ব, তবে সে রাতে তিনি আরও ৩৬ জনকে সেখানে আশ্রয় দিয়েছিলেন।
লিপা উপত্যকার তিন দিকেই নিয়ন্ত্রণরেখা আর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর। সীমান্ত অঞ্চলের উত্তেজনার মধ্যে বসবাস করা রহমানের অভ্যাস আছে। কিন্তু তিনি কল্পনাও করেননি যে তার বাড়িটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। চারপাশের অবস্থা দেখতে ভোর তিনটার দিকে তিনি বাঙ্কারের বাইরে বেরিয়েছিলেন।
তিনি বলেন, সব শেষ হয়ে গেল। বাড়ির কাঠের তক্তাগুলো আর ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে বাড়ির ভিতটাও কেঁপে ওঠে। ছাদের টিন টুকরো টুকরো হয়ে গেছে। পুরো বাড়িটাই অন্তত দুই ইঞ্চি সরে গেছে।
তিনি বলেন, একটা বাড়ি বানাতে সারা জীবন লেগে যায়। সবারই চেষ্টা থাকে কী করে আরও একটু ভালো করা যায় বাড়িটা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তো পুরো ভেঙ্গে পড়ল।
অপরদিকে নীলম উপত্যকার উমাইমা ও তার পরিবার চার ঘণ্টা পরে শনিবার ১০ মে বাঙ্কার থেকে বাইরে এসে দেখেন যে, চারপাশটা পুরো বদলে গেছে। তিনি বলেন, আমরা সকাল ৭টায় বাঙ্কার থেকে বেরিয়ে আসি। তখনই আমরা দেখলাম কিছুই অবশিষ্ট নেই।
আগামীতে অন্য কেউ তার প্রিয়জনকে হারাবে
উমাইমা যখন তার গ্রামের ধ্বংসস্তুপগুলো ঘুরে ঘুরে দেখছিলেন, সেদিনই ভারত আর পাকিস্তানের দুই সামরিক বাহিনী একে অপরের সামরিক স্থাপনাগুলোতে মিসাইল দিয়ে হামলা চালায়।
পাকিস্তানের যে তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত, তার মধ্যে অন্যতম ছিল রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটিও। ওই শহরেই পাকিস্তানের সেনা সদর দপ্তর অবস্থিত। এক পাকিস্তানি সামরিক কর্মকর্তা বলেন, সীমারেখাটা সেদিনই অতিক্রম করা হয়েছিল। পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। অন্যদিকে কূটনৈতিক স্তরে চলছিল চূড়ান্ত ব্যস্ততা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, একের পর এক বৈঠক, সমন্বয়, নানা দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে এবং তারপরে প্রধানমন্ত্রীকে ফোন করা হচ্ছে, তারাও আবার ফোনে কথা বলছেন অন্য দেশের সঙ্গে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা ইরান – যে কোনো দেশই মধ্যস্থতা করার প্রস্তাব দিলে আমরা স্বাগত জানাই যাতে উত্তেজনা প্রশমন করা যায়।
গত ২২ এপ্রিল পহেলগামে হামলার পর থেকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অন্তত ১৭ জন বিশ্ব নেতা এবং কূটনীতিকের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এসব আলোচনা নিয়ে জয়শঙ্কর যেসব টুইট করেছেন, তাতে তিনি জানিয়েছিলেন সীমান্ত পারের উগ্রপন্থী হামলা'র ওপরে যেমন জোর দেওয়া হয়েছে, তেমনই পহেলগামের হামলার মূল চক্রীদের নির্দিষ্টভাবে দায়ী করতে চেষ্টা চালানো হয়েছে।
দুই তরফে ক্ষেপণাস্ত্র হামলার পরেই সেই শনিবার বিকেলেই কূটনৈতিক সাফল্য আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন যে দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক মধ্যস্থতা উত্তেজনা প্রশমনের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল।
ভারতের এক সরকারি কর্মকর্তা বলেন, আমরা পাকিস্তানের অভ্যন্তরে অনেকটা ভেতরে সেদেশের কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত করতে পেরেছি দেখেই সম্ভবত যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
দুই দেশের এই সর্বশেষ সামরিক অভিযানের শুরুটা যেখানে, সেই পহেলগামের হামলাকারীদের খোঁজ এখনও চলছে। পহেলগামে হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর ২৬ বছর বয়সী কর্মকর্তা বিনয় নারওয়াল সেখানে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। হামলার মাত্র এক সপ্তাহ আগে তিনি বিয়ে করেছিলেন।
হামলার পর নারওয়ালের স্ত্রী হিমাংশী স্বামীর দেহের পাশে বসে আছেন, এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়। নারওয়ালের দাদা হাওয়া সিং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
তিনি বলেন, এই সন্ত্রাসের অবসান হওয়া উচিত। আজ আমি আমার নাতিকে হারালাম। আগামীতে অন্য কেউ তার প্রিয়জনকে হারাবে। ছবির মতো সুন্দর কাশ্মীরে পর্যটন নিয়ে সরকার যে ব্যাপক প্রচার করছিল, তার মধ্যেই পহেলগামের ওই হামলা ভারতের সরকারকে প্রবল ধাক্কার মুখে ফেলে দিয়েছে।
- আরও পড়ুন:
- ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস/ পাকিস্তানকে সাহায্যে স্যাটেলাইট সরিয়েছিল চীন
- কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
- ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে বাড়তি সুবিধা দিচ্ছে চীনা অস্ত্রের সম্ভার
ভারত সরকারের একটি সূত্র বলছে, কাশ্মীর নিয়ে পর্যটকদের উৎসাহ দেখে আমরা বোধহয় উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম। আমরা ভাবতে শুরু করেছিলাম যে চড়াইটা পেরিয়ে এসেছি, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। চার দিনের এই সংঘাত আবারও দেখিয়ে দিলো যে, দুই দেশের মধ্যে শান্তি কতটা ভঙ্গুর হতে পারে।
টিটিএন
টাইমলাইন
- ০৯:৩২ পিএম, ৩০ জুলাই ২০২৫ অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পার্লামেন্টে বিতর্ক, ব্যাপক প্রশ্নের মুখে মোদী
- ০৫:২২ পিএম, ১৮ জুন ২০২৫ পাকিস্তানে সামরিক অভিযান নিয়ে ট্রাম্পকে কী জানালেন মোদী
- ০৫:১৫ পিএম, ৩১ মে ২০২৫ অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
- ১০:২৫ এএম, ২০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতের চিহ্ন বহন করছে কাশ্মীর সীমান্তের পরিবারগুলো
- ০৭:৪০ পিএম, ১৯ মে ২০২৫ পাকিস্তানকে সাহায্যে স্যাটেলাইট সরিয়েছিল চীন
- ১০:২১ এএম, ১৫ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা?
- ০১:২৯ পিএম, ১৪ মে ২০২৫ কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
- ১১:১৪ এএম, ১৩ মে ২০২৫ ভারতে ব্যাপক সমালোচনার মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে
- ০৯:৫৪ পিএম, ১২ মে ২০২৫ পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি
- ০৪:০৩ পিএম, ১২ মে ২০২৫ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের
- ১২:৩৬ পিএম, ১২ মে ২০২৫ ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের
- ১১:১১ এএম, ১২ মে ২০২৫ ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী
- ০৯:২৮ পিএম, ১১ মে ২০২৫ তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
- ০৫:২২ পিএম, ১১ মে ২০২৫ বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী
- ০৪:৩৯ পিএম, ১১ মে ২০২৫ কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
- ০৪:১২ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প
- ০৩:৩০ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা
- ০১:১৭ পিএম, ১১ মে ২০২৫ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
- ০৯:৪২ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান
- ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ১৪ জন উদ্ধার
- ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
- ০৯:২৯ পিএম, ১০ মে ২০২৫ পাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ
- ০৮:৫০ পিএম, ১০ মে ২০২৫ ভারতের শেয়ারবাজার দুদিনেই হারিয়েছে ৮৩ বিলিয়ন ডলার
- ০৮:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি
- ০৮:০৫ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি
- ০৭:১৯ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান
- ০৭:১০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি
- ০৭:০০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
- ০৬:৪৪ পিএম, ১০ মে ২০২৫ বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
- ০৬:৩৯ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও
- ০৬:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
- ০৬:২৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
- ০৬:১১ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
- ০৫:১৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক?
- ০৪:২২ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের বহর কেমন?
- ০২:৫০ পিএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠকের কথা অস্বীকার করলো পাকিস্তান
- ০১:১১ পিএম, ১০ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ
- ১২:১৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ১১:১৫ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের অভিযানের নাম কেন অপারেশন বুনিয়ান-উম-মারসুস?
- ০৯:৩৪ এএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান
- ০৮:৫৯ এএম, ১০ মে ২০২৫ ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান
- ০৮:৩৯ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
- ০১:০৭ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত: এনডিটিভি
- ০৯:৩৫ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ
- ০৯:০৫ পিএম, ০৯ মে ২০২৫ হুমকিতে পাকিস্তানের অর্থনীতি, নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য
- ০৮:৪৩ পিএম, ০৯ মে ২০২৫ সব বন্দর-টার্মিনাল-শিপইয়ার্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ভারতের
- ০৮:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি
- ০৬:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পর্যটকরা
- ০৩:৫৪ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে
- ০৯:৫১ এএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে?
- ১০:২১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ
- ০৯:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দারা
- ০৯:১৯ পিএম, ০৮ মে ২০২৫ আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
- ০৮:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- ০৮:৩১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দরপতন
- ০৭:৫৭ পিএম, ০৮ মে ২০২৫ এই বাড়ি আমাদের স্বপ্ন, এটি ছাড়া বাঁচবো কী করে
- ০৬:৫১ পিএম, ০৮ মে ২০২৫ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল
- ০৬:৩১ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান
- ০৬:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর
- ০৫:২৪ পিএম, ০৮ মে ২০২৫ লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
- ০৪:৪৫ পিএম, ০৮ মে ২০২৫ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন
- ০৪:৪০ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে থামতে বললেন ট্রাম্প
- ০৪:২৯ পিএম, ০৮ মে ২০২৫ ২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ০৪:০৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট
- ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৫ বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী
- ০৩:২৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের
- ০২:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে রাতভর গোলাগুলি
- ০২:২২ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত, পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ পাকিস্তানের
- ০১:১৬ পিএম, ০৮ মে ২০২৫ ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত
- ১২:৩২ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না?
- ১২:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
- ১২:০০ পিএম, ০৮ মে ২০২৫ লর্ড অব ওয়ার
- ১১:৩৩ এএম, ০৮ মে ২০২৫ সাত সকালে লাহোরে বিস্ফোরণ
- ১১:২৭ এএম, ০৮ মে ২০২৫ লাহোরে গুলি করে ২ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান
- ১১:১৫ এএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে: প্রতিরক্ষামন্ত্রী
- ১০:০২ এএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে
- ০৯:২৩ এএম, ০৮ মে ২০২৫ ভারতের বিমান হামলা: পাকিস্তানের পাল্টা অভিযান কি অনিবার্য?
- ০৮:৩৯ এএম, ০৮ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে
- ০৮:১৪ এএম, ০৮ মে ২০২৫ যুদ্ধের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে
- ০৯:৪১ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল
- ০৯:০৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে পাকিস্তান-সংঘাত
- ০৮:২৯ পিএম, ০৭ মে ২০২৫ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক
- ০৭:০৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল
- ০৬:৫৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫
- ০৬:০৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
- ০৬:০৫ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত বাঁধতেই এক্সের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
- ০৫:৫৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
- ০৫:৩৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’
- ০৫:২৭ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরিফের
- ০৫:০৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের নোসেরি বাঁধেও হামলা চালিয়েছে ভারত
- ০৪:৫৮ পিএম, ০৭ মে ২০২৫ আতঙ্কে বাংলাদেশের শেয়ারবাজারে ধস
- ০৪:৩৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল
- ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা ‘সাময়িক’
- ০৪:২৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব
- ০৩:৫৪ পিএম, ০৭ মে ২০২৫ কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
- ০৩:২৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
- ০২:৪০ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০
- ০১:৫১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সক্ষমতা কার বেশি?
- ০১:১৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
- ০১:০৪ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
- ১২:৪৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০: এনডিটিভি
- ১২:১৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যত যুদ্ধ
- ১২:১১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, রুট পরিবর্তন করছে এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স
- ১০:৫৬ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ
- ১০:৪২ এএম, ০৭ মে ২০২৫ শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান
- ১০:২৮ এএম, ০৭ মে ২০২৫ জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত
- ১০:২৫ এএম, ০৭ মে ২০২৫ ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ
- ১০:১৫ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক
- ০৯:৪৮ এএম, ০৭ মে ২০২৫ মসজিদেও হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের মন্ত্রী
- ০৯:৩৮ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ
- ০৮:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ
- ০৮:৪৩ এএম, ০৭ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি, তিন ভারতীয় নিহত
- ০৮:২৭ এএম, ০৭ মে ২০২৫ ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান
- ০৮:২৩ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
- ০৮:১০ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প
- ০৭:৫৭ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮
- ০৭:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
- ০৭:৩৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত
- ০৬:১৫ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ২ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
- ০৫:২৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত
- ০৪:০৮ এএম, ০৭ মে ২০২৫ ‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিৎ নয় ভারতের’