ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারত-পাকিস্তান উত্তেজনা ‘সাময়িক’

সালাহ উদ্দিন জসিম | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৫

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম হামলা কেন্দ্র করে বাড়ছে ভারত-পাকিস্তানের উত্তেজনার পারদ। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। হতাহতও হয়েছে দুই দেশের শতাধিক মানুষ।

এ ঘটনায় উদ্বিগ্ন পুরো বিশ্ব। বিশেষ করে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়া এ হামলা নিয়ে আতঙ্কে। এরই মধ্যে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিবও উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প এ হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন।

তাহলে কি যুদ্ধের দিকে এগোচ্ছে দুই দেশ? এটা নিয়ে চলছে জোর চর্চা। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছক ‘সাময়িক উত্তেজনা’ এবং ভারতের ভোটের রাজনীতি। এরা যুদ্ধের দিকে যাবে না। কারণ প্রত্যেকে নিজেদের সক্ষমতা জানে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায়।

দেখা যাক, সার্জিক্যাল স্ট্রাইকটা কোন টেকনোলজি দিয়ে হয়। এভাবে করতে করতে যদি যুদ্ধ লেগেই যায়, তাতে শুধু দক্ষিণ এশিয়া নয়, সবারই ঝামেলা তৈরি হবে। সাপ্লাই চেন ব্যাহত হবে। জিনিসপত্রের দাম বাড়বে। মানুষ ভোগান্তিতে পড়বে।-অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

গত রাতে (৬ মে দিনগত রাত) পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট ও শকরগড় এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি ও মুজাফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

ভারত দাবি করছে, এসব হামলায় এখন পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ‘ভূপাতিত’ করা হয়েছে। আবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন।

বাংলাদেশের বড় আকারে কিছু করারও নেই। মধ্যস্থতায় ভূমিকায় যাওয়ার মতো অবস্থায় নেই। কারণ বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, হয় দিল্লি না হয় ইসলামাবাদকেন্দ্রিক হয়ে যায়।-অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। পাকিস্তান পাল্টা স্ট্রাইক করলে পরিণতি কী হয়, তার ওপর নির্ভর করবে কী হতে যাচ্ছে! তবে দুই দেশের মধ্যে যেভাবে বলা হয় যুদ্ধ, সেটা এখনো শুরু হয়নি। আক্রমণের প্রভাব তো শুরু হয়ে গেছে। সকালে বাংলাদেশের দুটো ফ্লাইট ফেরত গেছে। যেখানে মিসাইল হামলা হয়, দুটো দেশই অন্য এয়ারলাইন্সকে বলবে এই উপমহাদেশের আকাশসীমা থেকে দূরে থাকতে।’

‘দেখা যাক, সার্জিক্যাল স্ট্রাইকটা কোন টেকনোলজি দিয়ে হয়। এভাবে করতে করতে যদি যুদ্ধ লেগেই যায়, তাতে শুধু দক্ষিণ এশিয়া নয়, সবারই ঝামেলা তৈরি হবে। সাপ্লাই চেন ব্যাহত হবে। জিনিসপত্রের দাম বাড়বে। মানুষ ভোগান্তিতে পড়বে।’

বাংলাদেশের করণীয় কী হতে পারে? জবাবে আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক বলেন, ‘আপাতত হয়তো বাংলাদেশ বিবৃতি দেবে- দুই দেশকেই কূটনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ অবস্থা নিয়ে আসার জন্য। বাংলাদেশের বড় আকারে কিছু করারও নেই। মধ্যস্থতায় ভূমিকায় যাওয়ার মতো অবস্থায় নেই। কারণ বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, হয় দিল্লি না হয় ইসলামাবাদকেন্দ্রিক হয়ে যায়।’

তিনি বলেন, ‘বড় আকারে বাংলাদেশকেন্দ্রিক যদি থাকতো, পেশাদারত্ব যদি তৈরি করতে পারতাম, যাতে অন্য দেশগুলো আস্থায় নেয়। যেটা নরওয়ে, টার্কি, কাতার, সৌদি আরব করতে পেরেছে। এ ধরনের দেশ হলে মধ্যস্থায় ভূমিকা পালন করতে পারে। আমাদের মনে হয় না, সেটা আমরা পারবো। সর্বোচ্চ আমরা বলতে পারি, তারা যেন যুদ্ধে না থাকে, কূটনীতির পথে চলে আসে।’

যেটি মনে হচ্ছে ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে জড়াবে। আসলে সেটি হবে না। এটি সাময়িক উত্তেজনা। কারণ দুই দেশই পারমাণবিক শক্তিধর। তারা নিজেদের সক্ষমতা জানে।-অধ্যাপক খালিদ কুদ্দুস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালিদ কুদ্দুস জাগো নিউজকে বলেন, ‘যেটি মনে হচ্ছে ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে জড়াবে। আসলে সেটি হবে না। এটি সাময়িক উত্তেজনা। কারণ দুই দেশই পারমাণবিক শক্তিধর। তারা নিজেদের সক্ষমতা জানে। একটা পারমাণবিক শক্তিধর দেশ অপর একটি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। এই সাময়িক উত্তেজনা খুব শিগগির কেটে যাবে। দীর্ঘস্থায়ী হলে এটার ধাক্কা কমবেশি এই উপমহাদেশে পড়বে।’

তিনি বলেন, ‘ভারতে নির্বাচন হয়, দেখবেন প্রায়ই হিন্দু-মুসলমান দ্বন্দ্ব সামনে নিয়ে আসে। এই উপমহাদেশের বড় সমস্যাই হলো- হিন্দু-মুসলমান দ্বন্দ্ব। পহেলগামে যেটা হয়েছে, সেটা তো ভালো কিছু হয়নি। পাকিস্তান বলছে, এটা তারা করেনি। কিন্তু ভারতেও হিন্দুত্ববাদী সরকার, তারা তার জনগণকে দেখানোর জন্য এ কাজ করেছে। পাকিস্তানও পাল্টা জবাব দেবে। পরে এটা থেমে যাবে।’

আমেরিকাকে এখানে পদক্ষেপ নিতে হবে। যদি আমেরিকা পদক্ষেপ না নেয়, তাহলে তারা মনে করবে পরিস্থিতি অব্যাহত থাকবে এবং তারা আরও গুরুতর হয়ে উঠবে। আর আমেরিকা যদি বলে বহুত হয়েছে, বন্ধ করো এখন। তাহলে বন্ধ হবে।-সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির

সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির জাগো নিউজকে বলেন, ‘ভারত-পাকিস্তান যদি এই পরিস্থিতি চলমান রাখে, তাহলে এটার নেতিবাচক প্রভাব শুধু ভারত-পাকিস্তান-বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় পড়বে। তাদের এটা বোঝা উচিত। আমার কাছে মিসাইল আছে, আমি মিসাইল ব্যবহার করতে পারি, এটা সমস্যা সমাধানের পথ নয়। সার্ক আছে, আসিয়ান ও বিমসটেক তো আছে।’

তিনি মনে করেন, ‘আমেরিকাকে এখানে পদক্ষেপ নিতে হবে। যদি আমেরিকা পদক্ষেপ না নেয়, তাহলে তারা মনে করবে পরিস্থিতি অব্যাহত থাকবে এবং তারা আরও গুরুতর হয়ে উঠবে। আর আমেরিকা যদি বলে বহুত হয়েছে, বন্ধ করো এখন। তাহলে বন্ধ হবে।’

এসইউজে/এএসএ/এমএফএ/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:৩২ পিএম, ৩০ জুলাই ২০২৫ অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পার্লামেন্টে বিতর্ক, ব্যাপক প্রশ্নের মুখে মোদী
  2. ০৫:২২ পিএম, ১৮ জুন ২০২৫ পাকিস্তানে সামরিক অভিযান নিয়ে ট্রাম্পকে কী জানালেন মোদী
  3. ০৫:১৫ পিএম, ৩১ মে ২০২৫ অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
  4. ১০:২৫ এএম, ২০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতের চিহ্ন বহন করছে কাশ্মীর সীমান্তের পরিবারগুলো
  5. ০৭:৪০ পিএম, ১৯ মে ২০২৫ পাকিস্তানকে সাহায্যে স্যাটেলাইট সরিয়েছিল চীন
  6. ১০:২১ এএম, ১৫ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা?
  7. ০১:২৯ পিএম, ১৪ মে ২০২৫ কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
  8. ১১:১৪ এএম, ১৩ মে ২০২৫ ভারতে ব্যাপক সমালোচনার মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে
  9. ০৯:৫৪ পিএম, ১২ মে ২০২৫ পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি
  10. ০৪:০৩ পিএম, ১২ মে ২০২৫ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের
  11. ১২:৩৬ পিএম, ১২ মে ২০২৫ ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের
  12. ১১:১১ এএম, ১২ মে ২০২৫ ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী
  13. ০৯:২৮ পিএম, ১১ মে ২০২৫ তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
  14. ০৫:২২ পিএম, ১১ মে ২০২৫ বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী
  15. ০৪:৩৯ পিএম, ১১ মে ২০২৫ কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
  16. ০৪:১২ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প
  17. ০৩:৩০ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা
  18. ০১:১৭ পিএম, ১১ মে ২০২৫ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
  19. ০৯:৪২ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান
  20. ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ১৪ জন উদ্ধার
  21. ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
  22. ০৯:২৯ পিএম, ১০ মে ২০২৫ পাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ
  23. ০৮:৫০ পিএম, ১০ মে ২০২৫ ভারতের শেয়ারবাজার দুদিনেই হারিয়েছে ৮৩ বিলিয়ন ডলার
  24. ০৮:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি
  25. ০৮:০৫ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি
  26. ০৭:১৯ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান
  27. ০৭:১০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি
  28. ০৭:০০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
  29. ০৬:৪৪ পিএম, ১০ মে ২০২৫ বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
  30. ০৬:৩৯ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও
  31. ০৬:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
  32. ০৬:২৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
  33. ০৬:১১ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
  34. ০৫:১৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক?
  35. ০৪:২২ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের বহর কেমন?
  36. ০২:৫০ পিএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠকের কথা অস্বীকার করলো পাকিস্তান
  37. ০১:১১ পিএম, ১০ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ
  38. ১২:১৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  39. ১১:১৫ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের অভিযানের নাম কেন অপারেশন বুনিয়ান-উম-মারসুস?
  40. ০৯:৩৪ এএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান
  41. ০৮:৫৯ এএম, ১০ মে ২০২৫ ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান
  42. ০৮:৩৯ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
  43. ০১:০৭ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত: এনডিটিভি
  44. ০৯:৩৫ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ
  45. ০৯:০৫ পিএম, ০৯ মে ২০২৫ হুমকিতে পাকিস্তানের অর্থনীতি, নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য
  46. ০৮:৪৩ পিএম, ০৯ মে ২০২৫ সব বন্দর-টার্মিনাল-শিপইয়ার্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ভারতের
  47. ০৮:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি
  48. ০৬:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পর্যটকরা
  49. ০৩:৫৪ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে
  50. ০৯:৫১ এএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে?
  51. ১০:২১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ
  52. ০৯:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দারা
  53. ০৯:১৯ পিএম, ০৮ মে ২০২৫ আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
  54. ০৮:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
  55. ০৮:৩১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দরপতন
  56. ০৭:৫৭ পিএম, ০৮ মে ২০২৫ এই বাড়ি আমাদের স্বপ্ন, এটি ছাড়া বাঁচবো কী করে
  57. ০৬:৫১ পিএম, ০৮ মে ২০২৫ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল
  58. ০৬:৩১ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান
  59. ০৬:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর
  60. ০৫:২৪ পিএম, ০৮ মে ২০২৫ লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
  61. ০৪:৪৫ পিএম, ০৮ মে ২০২৫ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন
  62. ০৪:৪০ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে থামতে বললেন ট্রাম্প
  63. ০৪:২৯ পিএম, ০৮ মে ২০২৫ ২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
  64. ০৪:০৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট
  65. ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৫ বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী
  66. ০৩:২৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের
  67. ০২:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে রাতভর গোলাগুলি
  68. ০২:২২ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত, পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ পাকিস্তানের
  69. ০১:১৬ পিএম, ০৮ মে ২০২৫ ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত
  70. ১২:৩২ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না?
  71. ১২:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  72. ১২:০০ পিএম, ০৮ মে ২০২৫ লর্ড অব ওয়ার
  73. ১১:৩৩ এএম, ০৮ মে ২০২৫ সাত সকালে লাহোরে বিস্ফোরণ
  74. ১১:২৭ এএম, ০৮ মে ২০২৫ লাহোরে গুলি করে ২ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান
  75. ১১:১৫ এএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে: প্রতিরক্ষামন্ত্রী
  76. ১০:০২ এএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে
  77. ০৯:২৩ এএম, ০৮ মে ২০২৫ ভারতের বিমান হামলা: পাকিস্তানের পাল্টা অভিযান কি অনিবার্য?
  78. ০৮:৩৯ এএম, ০৮ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে
  79. ০৮:১৪ এএম, ০৮ মে ২০২৫ যুদ্ধের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে
  80. ০৯:৪১ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল
  81. ০৯:০৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে পাকিস্তান-সংঘাত
  82. ০৮:২৯ পিএম, ০৭ মে ২০২৫ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক
  83. ০৭:০৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল
  84. ০৬:৫৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫
  85. ০৬:০৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
  86. ০৬:০৫ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত বাঁধতেই এক্সের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
  87. ০৫:৫৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
  88. ০৫:৩৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’
  89. ০৫:২৭ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরিফের
  90. ০৫:০৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের নোসেরি বাঁধেও হামলা চালিয়েছে ভারত
  91. ০৪:৫৮ পিএম, ০৭ মে ২০২৫ আতঙ্কে বাংলাদেশের শেয়ারবাজারে ধস
  92. ০৪:৩৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল
  93. ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা ‘সাময়িক’
  94. ০৪:২৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব
  95. ০৩:৫৪ পিএম, ০৭ মে ২০২৫ কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
  96. ০৩:২৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
  97. ০২:৪০ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০
  98. ০১:৫১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সক্ষমতা কার বেশি?
  99. ০১:১৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
  100. ০১:০৪ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
  101. ১২:৪৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০: এনডিটিভি
  102. ১২:১৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যত যুদ্ধ
  103. ১২:১১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, রুট পরিবর্তন করছে এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স
  104. ১০:৫৬ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ
  105. ১০:৪২ এএম, ০৭ মে ২০২৫ শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান
  106. ১০:২৮ এএম, ০৭ মে ২০২৫ জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত
  107. ১০:২৫ এএম, ০৭ মে ২০২৫ ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ
  108. ১০:১৫ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক
  109. ০৯:৪৮ এএম, ০৭ মে ২০২৫ মসজিদেও হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের মন্ত্রী
  110. ০৯:৩৮ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ
  111. ০৮:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ
  112. ০৮:৪৩ এএম, ০৭ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি, তিন ভারতীয় নিহত
  113. ০৮:২৭ এএম, ০৭ মে ২০২৫ ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান
  114. ০৮:২৩ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
  115. ০৮:১০ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প
  116. ০৭:৫৭ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮
  117. ০৭:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
  118. ০৭:৩৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত
  119. ০৬:১৫ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ২ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
  120. ০৫:২৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত
  121. ০৪:০৮ এএম, ০৭ মে ২০২৫ ‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিৎ নয় ভারতের’