ভিডিও EN
  1. Home/
  2. মতামত

ভারত-পাকিস্তান সংঘাত

লর্ড অব ওয়ার

আমীন আল রশীদ | প্রকাশিত: ১২:০০ পিএম, ০৮ মে ২০২৫

বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। এগুলোই আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। অর্থাৎ যাদের দায়িত্ব হচ্ছে বিশ্বে যুদ্ধ প্রতিরোধ করা তথা শান্তি রক্ষা করা, তারাই সবচেয়ে বেশি অস্ত্র বানায় ও বিক্রি করে।

হলিউডের খ্যাতিমান অভিনেতা নিকোলাস কেজের ‘লর্ড অব ওয়ার’ সিনেমার প্রথম দৃশ্যে একটি অস্ত্র কারখানা পেছনে রেখে নায়ক বলেন: ‘পৃথিবীতে ৫৫ কোটির বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। তার মানে প্রতি ১২ জন মানুষের জন্য একটি করে অস্ত্র। এখন প্রশ্ন হলো, বাকি ১১ জনের হাতে কীভাবে অস্ত্র তুলে দেয়া যাবে?’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং জবাবে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলার মধ্য দিয়ে প্রতিবেশী দুটি পারমাণবিক শক্তিধর দেশ যখন যুদ্ধে জড়িয়ে গেলো, তার পরদিন পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে খ্যাতিমান শিল্পী নচিকেতা বলেছেন, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পনসর করা। আমি প্রমাণ করে দেব।’ তার ভাষায়, ‘যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।’

‘লর্ড অব ওয়ার’ সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। নিকোলাস কেজ নিজেই এর নায়ক বা প্রধান চরিত্র—যিনি একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা তো বটেই, বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও তার সখ্য। তিনি উন্নয়নশীল ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অস্ত্র সরবরাহ করেন। এই ভয়ঙ্কর ব্যবসা কীভাবে তার সংসার তছনছ করে দেয়, সেটি দেখানোর পাশাপাশি ইউরি অরলভের (নিকোলাস কেজ) চরিত্রের মাধ্যমে দেখা যায়, অস্ত্র ব্যবসা কেবল টাকার জন্য চালানো হয় না—এটি অনেক সময় রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অংশ হয়ে ওঠে। উন্নয়নশীল বা রাজনৈতিকভাবে অস্থির দেশগুলোতে যুদ্ধ চলমান থাকলে অস্ত্রের চাহিদা বাড়ে, ফলে ব্যবসায়ীদের লাভ হয়। অর্থাৎ, যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হয়, ব্যবসায়ীদের ততই লাভ। ফলে তারা চায় না পৃথিবীতে শান্তি বিরাজ করুক বা সংঘাতপূর্ণ এলাকাগুলোয় স্থিতিশীলতা আসুক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই সিনেমায় দেখানো হয় যে, বড় শক্তিধর দেশগুলোর সরকার অনেক সময় নিজেদের স্বার্থে বা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে পরোক্ষভাবে অস্ত্র ব্যবসায়ীদের সহায়তা করে। তারা হয়তো সরাসরি যুদ্ধ শুরু করে না, কিন্তু অস্ত্র সরবরাহের মাধ্যমে সংঘাতকে দীর্ঘায়িত করে। বাস্তবতা হলো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশগুলোই সবচেয়ে বড় অস্ত্রের কারবারি।

এই সিনেমায় নায়ক ইউরির সঙ্গে অস্ত্রের চালান নিয়ে আফ্রিকার একটি সংঘাতপূর্ণ দেশে যান তার আদরের ছোট ভাই—যিনি পারিবারিক নানা সংকটের কারণে একপর্যায়ে মাদকাসক্ত হয়ে ওঠেন। ছোট ভাই সেখানে গিয়ে আবিষ্কার করেন যে তার ভাইয়ের সরবরাহকৃত অস্ত্র দিয়ে শিশু সৈনিক, বিদ্রোহী গোষ্ঠী এবং মানবাধিকার লঙ্ঘনকারীরা যুদ্ধ করে। চোখের সামনে তিনি দেখতে পান একটি সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্যরা কীভাবে একটি এলাকায় ঢুকে নিরীহ নারী ও শিশুদের হত্যা করছে। এই দৃশ্য ইউরির ভাইয়ের মনে গভীর রেখাপাত করে এবং একপর্যায়ে তিনি একটি অস্ত্রবোঝাই ট্রাকের দিকে গ্রেনেড ছুঁড়ে মারলে ট্রাকটি ধ্বংস হয়ে যায়। এ সময় ওই অস্ত্রের ক্রেতাদের একজন তাকে মারতে উদ্যত হলে ইউরির ছোট ভাই তাকে হত্যা করেন। এ সময় পাল্টা গুলিতে তারও বুক ঝাঝরা হয়ে যায়। চোখের সামনে আপন ভাইয়ের এই করুণ মৃত্যু ইউরিকে বিষণ্ন করে দেয়। তিনি উপলব্ধি করেন, অস্ত্র ব্যবসায়ীরা প্রাপকের নৈতিকতা বা উদ্দেশ্য নিয়ে খুব একটা চিন্তা করেন না। ফলে তাদের কারণে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, শরণার্থী সংকট ইত্যাদি ব্যাপকভাবে বেড়ে যায়।

বিজ্ঞাপন

এই সিনেমায় দেখানো হয় অস্ত্র ব্যবসায়ীরা কীভাবে আন্তর্জাতিক আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যায়। যেমন, একটি দেশে যুদ্ধ নিষিদ্ধ হলেও পাশের দেশ ব্যবহার করে অস্ত্র পাচার করে যুদ্ধ চালানো হয়। বাস্তবেও অনেক অস্ত্র চুক্তি হয় নামমাত্র কাগজে-কলমে, কিন্তু বাস্তবায়ন হয় না। অর্থাৎ সংঘাত মানেই যে অস্ত্রের চাহিদা এবং তার ফলে পৃথিবীর বহু সংঘাতের পেছনে অস্ত্র ব্যবসায়ীদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা এই সিনেমার প্রতিপাদ্য।
ইউরি বলেন, “If I don't do it, someone else will.” অর্থাৎ তিনি নিজে যদি এই ব্যবসা ছেড়েও দেন, অন্য কেউ না কেউ এটা করবে। অর্থাৎ পৃথিবীতে যুদ্ধ ও সংঘাত যে থামবে না বা থামতে দেয়া হবে না—লর্ড অব ওয়ারে সে কথাই বলা হয়েছে।

মোদ্দা কথা হলো, পৃথিবীতে ‘লর্ড অব ওয়ার’ বা যুদ্ধের হোতা হচ্ছে অস্ত্র ব্যবসায়ীরা—যারা বেশ শক্তিশালী। অনেক সময় তারা এতটাই ক্ষমতাবান হয়ে ওঠে যে, অস্ত্র কেনা-বেচার বিষয়টি মাথায় রেখে তারা রাষ্ট্রীয় বিভিন্ন নীতি, বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি প্রণয়নে রাজনীতিবিদদের ওপর চাপ প্রয়োগ করে সফল হয়। আবার অনেক সময় অস্ত্র ব্যবসায়ীদের কেউ কেউ রাজনীতিবিদ হয়ে ওঠেন তাদের টাকা ও দলের ভেতরে নানাবিধ প্রভাব বিস্তারের মধ্য দিয়ে।

যুদ্ধকে সাধারণত ধ্বংস, মৃত্যু ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখা হয়। কিন্তু এই ভয়াবহতার পেছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক চক্র—যা যুদ্ধকে শুধু চালিয়ে যেতে নয়, বরং নতুন যুদ্ধ সৃষ্টি করতেও প্ররোচণা দেয়। বিশ্বরাজনীতির ছদ্মবেশে অস্ত্র বাণিজ্য, রাষ্ট্রায়ত্ত স্বার্থ, করপোরেট মুনাফা এবং ভূকৌশলগত প্রভাব বিস্তারের অদৃশ্য খেলায় যুদ্ধ হয়ে ওঠে লাভজনক ব্যবসা।

বিজ্ঞাপন

কাশ্মীর সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত ভারতের কোনো একটি সিনেমায় (সম্ভবত ‘হায়দার’) একজন সৈনিক তার সিনিয়রকে প্রশ্ন করেছিলেন, সবাই মিলে বসে কেন কাশ্মীর সমস্যার সমাধান করছে না? সিনিয়র তখন ওই সৈনিককে বলেন, যদি সমস্যার সমাধান হয়েই যায়, তাহলে এই সমস্যা জিইয়ে রেখে যারা ব্যবসা করছে, রাজনীতি করছে—তাদের কী হবে?

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরে এক সাংবাদিক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, কাশ্মীর ইস্যুটার সুরাহা করা কি খুব কঠিন? তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেলে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর আর কোনো কাজ থাকবে? সুতরাং, ‘লর্ড অব ওয়ার’ শুধু অস্ত্র ব্যবসায়ীরাই নয়, বরং যুদ্ধের হোতা আরও অনেকে।…

আমীন আল রশীদ, সাংবাদিক ও লেখক।

বিজ্ঞাপন

এইচআর/এএসএম

টাইমলাইন

  1. ০৫:১৫ পিএম, ৩১ মে ২০২৫ অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
  2. ১০:২৫ এএম, ২০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতের চিহ্ন বহন করছে কাশ্মীর সীমান্তের পরিবারগুলো
  3. ০৭:৪০ পিএম, ১৯ মে ২০২৫ পাকিস্তানকে সাহায্যে স্যাটেলাইট সরিয়েছিল চীন
  4. ১০:২১ এএম, ১৫ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা?
  5. ০১:২৯ পিএম, ১৪ মে ২০২৫ কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
  6. ১১:১৪ এএম, ১৩ মে ২০২৫ ভারতে ব্যাপক সমালোচনার মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে
  7. ০৯:৫৪ পিএম, ১২ মে ২০২৫ পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি
  8. ০৪:০৩ পিএম, ১২ মে ২০২৫ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের
  9. ১২:৩৬ পিএম, ১২ মে ২০২৫ ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের
  10. ১১:১১ এএম, ১২ মে ২০২৫ ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী
  11. ০৯:২৮ পিএম, ১১ মে ২০২৫ তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
  12. ০৫:২২ পিএম, ১১ মে ২০২৫ বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী
  13. ০৪:৩৯ পিএম, ১১ মে ২০২৫ কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
  14. ০৪:১২ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প
  15. ০৩:৩০ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা
  16. ০১:১৭ পিএম, ১১ মে ২০২৫ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
  17. ০৯:৪২ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান
  18. ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ১৪ জন উদ্ধার
  19. ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
  20. ০৯:২৯ পিএম, ১০ মে ২০২৫ পাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ
  21. ০৮:৫০ পিএম, ১০ মে ২০২৫ ভারতের শেয়ারবাজার দুদিনেই হারিয়েছে ৮৩ বিলিয়ন ডলার
  22. ০৮:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি
  23. ০৮:০৫ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি
  24. ০৭:১৯ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান
  25. ০৭:১০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি
  26. ০৭:০০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
  27. ০৬:৪৪ পিএম, ১০ মে ২০২৫ বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
  28. ০৬:৩৯ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও
  29. ০৬:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
  30. ০৬:২৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
  31. ০৬:১১ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
  32. ০৫:১৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক?
  33. ০৪:২২ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের বহর কেমন?
  34. ০২:৫০ পিএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠকের কথা অস্বীকার করলো পাকিস্তান
  35. ০১:১১ পিএম, ১০ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ
  36. ১২:১৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  37. ১১:১৫ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের অভিযানের নাম কেন অপারেশন বুনিয়ান-উম-মারসুস?
  38. ০৯:৩৪ এএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান
  39. ০৮:৫৯ এএম, ১০ মে ২০২৫ ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান
  40. ০৮:৩৯ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
  41. ০১:০৭ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত: এনডিটিভি
  42. ০৯:৩৫ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ
  43. ০৯:০৫ পিএম, ০৯ মে ২০২৫ হুমকিতে পাকিস্তানের অর্থনীতি, নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য
  44. ০৮:৪৩ পিএম, ০৯ মে ২০২৫ সব বন্দর-টার্মিনাল-শিপইয়ার্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ভারতের
  45. ০৮:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি
  46. ০৬:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পর্যটকরা
  47. ০৩:৫৪ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে
  48. ০৯:৫১ এএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে?
  49. ১০:২১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ
  50. ০৯:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দারা
  51. ০৯:১৯ পিএম, ০৮ মে ২০২৫ আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
  52. ০৮:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
  53. ০৮:৩১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দরপতন
  54. ০৭:৫৭ পিএম, ০৮ মে ২০২৫ এই বাড়ি আমাদের স্বপ্ন, এটি ছাড়া বাঁচবো কী করে
  55. ০৬:৫১ পিএম, ০৮ মে ২০২৫ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল
  56. ০৬:৩১ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান
  57. ০৬:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর
  58. ০৫:২৪ পিএম, ০৮ মে ২০২৫ লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
  59. ০৪:৪৫ পিএম, ০৮ মে ২০২৫ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন
  60. ০৪:৪০ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে থামতে বললেন ট্রাম্প
  61. ০৪:২৯ পিএম, ০৮ মে ২০২৫ ২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
  62. ০৪:০৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট
  63. ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৫ বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী
  64. ০৩:২৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের
  65. ০২:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে রাতভর গোলাগুলি
  66. ০২:২২ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত, পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ পাকিস্তানের
  67. ০১:১৬ পিএম, ০৮ মে ২০২৫ ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত
  68. ১২:৩২ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না?
  69. ১২:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  70. ১২:০০ পিএম, ০৮ মে ২০২৫ লর্ড অব ওয়ার
  71. ১১:৩৩ এএম, ০৮ মে ২০২৫ সাত সকালে লাহোরে বিস্ফোরণ
  72. ১১:২৭ এএম, ০৮ মে ২০২৫ লাহোরে গুলি করে ২ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান
  73. ১১:১৫ এএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে: প্রতিরক্ষামন্ত্রী
  74. ১০:০২ এএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে
  75. ০৯:২৩ এএম, ০৮ মে ২০২৫ ভারতের বিমান হামলা: পাকিস্তানের পাল্টা অভিযান কি অনিবার্য?
  76. ০৮:৩৯ এএম, ০৮ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে
  77. ০৮:১৪ এএম, ০৮ মে ২০২৫ যুদ্ধের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে
  78. ০৯:৪১ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল
  79. ০৯:০৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে পাকিস্তান-সংঘাত
  80. ০৮:২৯ পিএম, ০৭ মে ২০২৫ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক
  81. ০৭:০৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল
  82. ০৬:৫৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫
  83. ০৬:০৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
  84. ০৬:০৫ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত বাঁধতেই এক্সের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
  85. ০৫:৫৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
  86. ০৫:৩৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’
  87. ০৫:২৭ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরিফের
  88. ০৫:০৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের নোসেরি বাঁধেও হামলা চালিয়েছে ভারত
  89. ০৪:৫৮ পিএম, ০৭ মে ২০২৫ আতঙ্কে বাংলাদেশের শেয়ারবাজারে ধস
  90. ০৪:৩৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল
  91. ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা ‘সাময়িক’
  92. ০৪:২৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব
  93. ০৩:৫৪ পিএম, ০৭ মে ২০২৫ কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
  94. ০৩:২৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
  95. ০২:৪০ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০
  96. ০১:৫১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সক্ষমতা কার বেশি?
  97. ০১:১৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
  98. ০১:০৪ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
  99. ১২:৪৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০: এনডিটিভি
  100. ১২:১৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যত যুদ্ধ
  101. ১২:১১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, রুট পরিবর্তন করছে এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স
  102. ১০:৫৬ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ
  103. ১০:৪২ এএম, ০৭ মে ২০২৫ শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান
  104. ১০:২৮ এএম, ০৭ মে ২০২৫ জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত
  105. ১০:২৫ এএম, ০৭ মে ২০২৫ ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ
  106. ১০:১৫ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক
  107. ০৯:৪৮ এএম, ০৭ মে ২০২৫ মসজিদেও হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের মন্ত্রী
  108. ০৯:৩৮ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ
  109. ০৮:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ
  110. ০৮:৪৩ এএম, ০৭ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি, তিন ভারতীয় নিহত
  111. ০৮:২৭ এএম, ০৭ মে ২০২৫ ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান
  112. ০৮:২৩ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
  113. ০৮:১০ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প
  114. ০৭:৫৭ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮
  115. ০৭:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
  116. ০৭:৩৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত
  117. ০৬:১৫ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ২ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
  118. ০৫:২৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত
  119. ০৪:০৮ এএম, ০৭ মে ২০২৫ ‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিৎ নয় ভারতের’

আরও পড়ুন

বিজ্ঞাপন