ভারত-পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে?
কাশ্মীরের পহেলগাওয়ে ২৬ পর্যটক ও পর্যটকবাহী টাট্টু ঘোড়ার একজন চালক হত্যাকাণ্ডের পর ফুঁসে উঠেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান সীমান্তের মানুষ। দুই দেশের শাসকদলও চরম উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি সীমান্তে গোলাগুলি ও ড্রোন টহল বাড়িয়েছিল। একে অপরকে দোষারোপ করে সংঘাতের দ্বারপ্রান্তে এসে ইতোমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে দুই প্রতিবেশী দেশ।
এতদিন তারা কূটনৈতিক তৎপরতার মৃত্যু ঘটিয়ে পরস্পর পরস্পরকে কড়া ভাষায় যুদ্ধের হুমকি দিচ্ছিলেন। গত এপ্রিল ৩০, ২০২৫ স্কার্দু ও গিলগিটগামী ১০টি ফ্লাইট বাতিল করেছে এবং আকাশসীমা লঙ্ঘন করায় অধিকৃত কাশ্মীরে টহলরত ভারতের দুটো কোয়াডকপ্টার গুলি করে ভূপতিত করে এবং চারটি রাফাল যুদ্ধবিমানকে শনাক্ত ও তাড়া করে পিছু হটিয়ে দিয়েছিল পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ জেটগুলো। সব ছাপিয়ে গত ৬ মে দুই দেশের মধ্যে তীব্র আকাশযুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানে বিমান হামলা চালিয়ে ভারত ২৬ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। পাশাপাশি পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও একটি ড্রোনকে ভূপাতিত করেছে।
পানিবঞ্চনা অথবা পারমাণবিক যুদ্ধের আশঙ্কার বিরুদ্ধে গর্জে উঠুক সবার বলিষ্ঠ কণ্ঠস্বর। নির্যাতিত ও ভুক্তভোগী পরিবারের আর্তনাদের সাথে সকল প্রকার চলমান যুদ্ধ বন্ধ ও আসন্ন যুদ্ধের হুমকির বিরুদ্ধে শান্তিকামী মানুষের লেখা, মেসেজ কাশ্মীর সমস্যার একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ করতে থাকুক।
এক সপ্তাহ পূর্বে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পহেলগাও হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তানে আক্রমণ করতে চেয়েছিল। ভারত একটি ইট ছুড়লে পাকিস্তান পাথর ছুড়ে সেটার জবাব দেবার জন্য প্রস্তুত রয়েছে বলে পাল্টা জবাব শোনা গিয়েছিল পাকিস্তানের বিবৃতিতে। পাকিস্তান বলেছিল তারা আগে হামলা করবে না তবে হামলা হলে তার পাল্টা সমুচিত জবাব দিতে প্রস্তুত। পাকিস্তান আরো বলেছে তাদের কেউ পহেলগাও হত্যাকাণ্ডে জড়িত নন। সন্ত্রাসীদের বিস্ফোরক দিয়েছে ভারত। এছাড়া কাশ্মীরকে কেন্দ্র করে অতীতের সিন্ধু নদীর পানির স্রোত উজান থেকে ভাটিতে গড়ানোর ভারতের চুক্তিভঙ্গের সমস্যা থেকে এখন দু’দেশের মধ্যে পরমাণু যুদ্ধের পদধ্বনি আসন্ন হয়েছে বলে সারা বিশ্বে গুঞ্জন শুরু হয়েছে।
এই লেখকের শৈশবে যখন বই পড়া, পত্রিকার পাতার ছবি দেখা ও রেডিওতে সংবাদ শোনার জ্ঞান হয়েছিল তখন থেকে ভূস্বর্গ কাশ্মীর নিয়ে অনেক কৌতূহল ছিল। এরপর সমস্যাবহুল করদরাজ্য কাশ্মীরে ভয়ংকর যুদ্ধ চলাকালেও কেন গোটা পৃথিবীর পর্যটককে আকর্ষণ করে তা নিয়ে অনেক জিজ্ঞাসা ছিল। যদিও অনেকে বলেছেন, ভারত-পাকিস্তান চির বৈরিতার এরকম সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি কাশ্মীরের পহেলগাওয়ে হঠাৎ ২৬ জন নিহত হবার পর থেকে সেই কৌতূহলের মাত্রা শীতল থেকে অতি উষ্ণ হয়ে উঠেছে। তরতর করে বাড়ছে সংঘাতের পারদ। ঘটনার দশদিন পর সেটা ক্রমান্বয়ে এক ভয়ংকর পরমাণু যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে। পরিস্থিতি এরূপ ভয়াবহ দিকে বাঁক নিলে তার ক্ষতিকর প্রভাব নিয়ে গোটা বিশ্ব শঙ্কিত হয়ে পড়েছে।
পাকিস্তান বলেছে বহুদিন ধরে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করার পাঁয়তারা করে আসছিল ভারত। সেজন্য একটি উস্কানি খুঁজছিল তারা। পেহেলগাম হত্যাকাণ্ডকে এর সেই উস্কানি হিসেবে ধরে নেয়া হচ্ছে। এটাকে ভারতের সাজানো নাটক হিসেবে মনে করছে পাকিস্তান।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ভারত যদি একটি ইট ছুড়ে, আমরা জবাবে ছুড়ব পাথর।’ তাঁর দাবি, পহেলগাওয়ের হামলার ঘটনাকে ভিত্তি করে ভারত ‘সাজানো নাটক’ তৈরি করছে। এর মাধ্যমে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না। বলেন, ‘ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না।’পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের তরফে পাকিস্তানে হামলা 'আসন্ন' এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। বলেন, ‘আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।’
ভারতের পক্ষেও এসেছে কড়া বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা। মোদি বৈঠকে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন, কবে, কোথায়, কীভাবে জবাব দিতে হবে, সে সিদ্ধান্ত তারাই নেবে বলে জানান। বলা হচ্ছে, সন্ত্রাসবাদের মূলোৎপাটনই ভারতের জাতীয় সংকল্প। জরুরি বৈঠক করে পাকিস্তান তাদের সেনাবাহিনীকে ভারতের হামলার উপযুক্ত জবাব দিতে অনুমতি দিয়েছে। ফলে শুরু হয়েছে তীব্র আক্রমণ ও প্রতিআক্রমণ। মে ৭ ২০২৫-এই ভয়াবহ বিমান আক্রমণের তীব্রতা দেখে সারা বিশ্বের শান্তিকামী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
উভয় দেশের জেদ ও প্রতি-আক্রমণের তীব্রতা দেখে তার অর্থ কী দাঁড়ায়? ‘ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব- পাথর ছুড়লে আস্ত পাহাড় ধেয়ে আসতে পারে এটা কি কারো জানা আছে? কাশ্মীরের পহেলগাওয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন তা শান্তিকামী মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এই যুদ্ধ অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবে সমর্থন যোগ্য নয়। তাই ভবিষ্যতে যেকোনো সংকটময় পরিস্থিতি এড়ানোর জন্য উভয় দেশকে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে হবে। তা না হলে উভয় দেশের একটি হঠকারী সিদ্ধান্তে তাদের জনগণের সাথে সারা বিশ্বের অর্থনীতির ব্যাপকভাবে ক্ষতিসাধন হবে এবং খুব দ্রুত বিশ্বপরিস্থিতি পাল্টে গিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে।
ভারত-পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর বিধায় পারমাণবিক হুমকি দিয়ে পরস্পরের সাথে টেক্কা দিয়ে কথা বলতে ভালোবাসে। তারা নিজ নিজ দেশের সঙ্গে লাগতে যাচ্ছে কিন্তু ভুলে যাচ্ছে সেটা নিজেদের জীবনকে বাজি রেখেই। বিশ্লেষকগণ বলছেন, ‘ওরা বেশিরভাগই মূর্খ, টাকার অভাবে টয়লেট বানাতে পারে না, তারা হাটে-ঘাটে-মাঠে ঐটা করে এবং এ থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্গন্ধময় দেশের সুনাম কুড়িয়েছে আর এই গরিবরা করবে যুদ্ধ?’
বিশ্লেষকগণ আরো বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের ধনী সব মুসলিমের দেশে পাকিস্তানি ও ভারতীয়রা কামলা খাটে এবং সেই কামলা খাটার টাকায় তাদের দেশ চলে। ওয়েজ আর্নিং নির্ভর এই দুই দেশ যদি পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক আক্রমণ চালায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলি কি আঙুল চুষবে? ওদের সব কামলাকে ঘাড় ধরে, লাথি মেরে যদি বের করে দেয় তাহলে তো না-খেয়ে মরতে হবে তাদেরকে।’
অন্যদিকে পাকিস্তানিরা অনেকটাই আনপ্রেডিকটেবল। এর কারণে তারা ১৯৬৫, ১৯৭১ সালে হঠকারিতামূলকভাবে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ও অনেক খেসারত দিতে হয়েছে। এখন তারা বলছেন, চীন ও তুরস্ক তাদের সাথে আছে।’ ভারতও তাদের সাথে পশ্চিমা-ইসরাইলী ব্লক থাকার কথা বলতে দেরি করছে না। তবে যদি পশ্চিমা চাটুকার, স্বার্থপর, অস্ত্রবিক্রেতাদের সাহসে বলীয়ান হয়ে অসাধ্য সাধন করে আক্রমণ করেই বসে তবে বলা চলে ভারত নামের রাষ্ট্রটি ছিন্নভিন্ন হয়ে যেতে পারে পাগলদের পারমাণবিক বোমার আঘাতে। পরবর্তী পরিণতি কি হবে সেটা আনপ্রেডিক্টেবল পাকিস্তান তার থোরাই কেয়ার করে।’
আজকাল যুদ্ধ হয় ঘরে বসে বসে। সাইবারযুদ্ধ, স্নায়ুযুদ্ধ তার জ্বলন্ত উদাহরণ। ভারত মনে করে, চাণক্য নীতি হিসেবে খোলাখুলি যুদ্ধ না করে যুদ্ধ জেতা হচ্ছে শ্রেষ্ঠ বিজয়। গত দু-দিন ধরে তাদের কথায় পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে নিরাপত্তা বিষয়ক কমিটি পুনর্গঠন করেছেন (সিসিএস) এবং তাদের সাত সদস্যের সঙ্গে জরুরি বৈঠকে ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত বন্ধ, সিন্ধু চুক্তি বাতিলসহ পাঁচ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইসলামাবাদের বিরুদ্ধে ‘কূটনৈতিক স্ট্রাইক’ ঘোষণা করে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যা যুদ্ধের সবুজ সংকেত!
অপরদিকে পাকিস্তানও বসে নেই। তারা আন্তর্জাতিক নদী আইনের চুক্তি ভঙ্গ করে সিন্ধু নদীর পানিপ্রবাহ একতরফাভাবে বন্ধ করে দেবার জন্য ভারতকে দায়ী করে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতি নিয়েছে।
এমন টান টান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ কি ভাবছে? গত ৩০ এপ্রিল বাংলাদেশের শোনা গেছে অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্য থেকে। বাংলাদেশ কারো সাথে যুদ্ধ চায় না। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশ কোনোরূপ প্রস্তুতি না নিয়ে বসে থাকলে সেটা বোকামি হবে বলে মনে করে।
হঠকারী যুদ্ধ সব সময় সকলের জন্য ক্ষতিকর। নির্ভরযোগ্য প্রমাণ না দিয়ে ভারত যুদ্ধ বাধাতে চায় বলে আন্তর্জাতিক মহল থেকে প্রমাণের দাবি জানানো হয়েছে। কারণ যে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপের প্রথম শর্ত হলো, নির্ভরযোগ্য প্রমাণ। স্থানীয় পুলিশ দুই পাকিস্তানি ও এক ভারতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে।
মোদী সরকার ২০১৯ সালে কাশ্মীর সরাসরি শাসনের আওতায় এনে শান্তি আনার অঙ্গীকার করেছিল। সেই শান্তির কথা চূর্ণ হয়েছে পহেলগাও হত্যাকাণ্ডের মাধ্যমে। এমতাবস্থায় তিনি রাজনৈতিকভাবে চাপ অনুভব করলেও নিজেকে কিছুটা শক্তিশালী নেতা দেখাতে প্রতিশোধ নিতেও আগ্রহী হতে পারেন।
এক্ষেত্রে ভারত সীমিত সামরিক প্রতিক্রিয়া দেখালেও তা দ্রুত বিস্তৃত হতে সময় নেবে না। হামলার প্রকৃত উৎস নিশ্চিত না হওয়া পর্যন্ত উভয় দেশকে সংযত থাকতে পরামর্শ দিয়েছেন অনেকে। তবে কে শোনে কার কথা! এছাড়া ভারত তার নিকট প্রতিবেশীদের সাথে পানি, সীমান্ত ইত্যাদি নিয়ে সবসময় সদ্ভাব বজায় রাখার পরিবর্তে সমস্যা তৈরিতে বেশি পারঙ্গম। যদিও নিকট ও ছোট প্রতিবেশীরা ভারতের কোন ক্ষতি সাধন করে না। বাস্তবিক অর্থে ভারতের স্মরণ রাখা উচিত তার প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামাবাদ নয়, কাঠমান্ডু, ঢাকা, বা মালে নয়-বরং একমাত্র বেইজিং।
এখন পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোটা প্রতিবেশী দেশগুলোর জন্য চরম ক্ষতিকর এবং এটা ভারতের জন্য বুমেরাং হতে পারে। ভারত ভেঙ্গে যেতে পারে, দুমড়ে মুচড়ে উঠতে পারে দিল্লী-ইসলামাবাদ সবাই। কূটনৈতিক তৎপরতার মৃত্যু ঘটিয়ে পারমাণবিক নিষ্ঠুরতা হিরোশিমা ও নাগাসাকিকে যে অভিজ্ঞতা দিয়েছে ও এখনও দিচ্ছে তা ‘নিহোন হিদাঙ্কীয়-র’ ২০২৪-এ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তিও ভুক্তভোগীদের মাঝে শান্তি দিতে পারেনি। মানুষ প্রাণ হারিয়েছে, হারিয়ে গেছে মানবতা।
তাই পানিবঞ্চনা অথবা পারমাণবিক যুদ্ধের আশঙ্কার বিরুদ্ধে গর্জে উঠুক সবার বলিষ্ঠ কণ্ঠস্বর। নির্যাতিত ও ভুক্তভোগী পরিবারের আর্তনাদের সাথে সকল প্রকার চলমান যুদ্ধ বন্ধ ও আসন্ন যুদ্ধের হুমকির বিরুদ্ধে শান্তিকামী মানুষের লেখা, মেসেজ কাশ্মীর সমস্যার একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ করতে থাকুক।
লেখক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন।
[email protected]
এইচআর/জিকেএস
টাইমলাইন
- ০৯:৩২ পিএম, ৩০ জুলাই ২০২৫ অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পার্লামেন্টে বিতর্ক, ব্যাপক প্রশ্নের মুখে মোদী
- ০৫:২২ পিএম, ১৮ জুন ২০২৫ পাকিস্তানে সামরিক অভিযান নিয়ে ট্রাম্পকে কী জানালেন মোদী
- ০৫:১৫ পিএম, ৩১ মে ২০২৫ অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
- ১০:২৫ এএম, ২০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতের চিহ্ন বহন করছে কাশ্মীর সীমান্তের পরিবারগুলো
- ০৭:৪০ পিএম, ১৯ মে ২০২৫ পাকিস্তানকে সাহায্যে স্যাটেলাইট সরিয়েছিল চীন
- ১০:২১ এএম, ১৫ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা?
- ০১:২৯ পিএম, ১৪ মে ২০২৫ কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
- ১১:১৪ এএম, ১৩ মে ২০২৫ ভারতে ব্যাপক সমালোচনার মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে
- ০৯:৫৪ পিএম, ১২ মে ২০২৫ পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি
- ০৪:০৩ পিএম, ১২ মে ২০২৫ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের
- ১২:৩৬ পিএম, ১২ মে ২০২৫ ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের
- ১১:১১ এএম, ১২ মে ২০২৫ ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী
- ০৯:২৮ পিএম, ১১ মে ২০২৫ তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
- ০৫:২২ পিএম, ১১ মে ২০২৫ বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী
- ০৪:৩৯ পিএম, ১১ মে ২০২৫ কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
- ০৪:১২ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প
- ০৩:৩০ পিএম, ১১ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা
- ০১:১৭ পিএম, ১১ মে ২০২৫ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
- ০৯:৪২ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, অস্বীকার করেছে পাকিস্তান
- ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ১৪ জন উদ্ধার
- ০৮:৫৭ এএম, ১১ মে ২০২৫ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
- ০৯:২৯ পিএম, ১০ মে ২০২৫ পাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ
- ০৮:৫০ পিএম, ১০ মে ২০২৫ ভারতের শেয়ারবাজার দুদিনেই হারিয়েছে ৮৩ বিলিয়ন ডলার
- ০৮:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি
- ০৮:০৫ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি
- ০৭:১৯ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান
- ০৭:১০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি
- ০৭:০০ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
- ০৬:৪৪ পিএম, ১০ মে ২০২৫ বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
- ০৬:৩৯ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও
- ০৬:৩৩ পিএম, ১০ মে ২০২৫ ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
- ০৬:২৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
- ০৬:১১ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
- ০৫:১৩ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক?
- ০৪:২২ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের বহর কেমন?
- ০২:৫০ পিএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠকের কথা অস্বীকার করলো পাকিস্তান
- ০১:১১ পিএম, ১০ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ
- ১২:১৬ পিএম, ১০ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ১১:১৫ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের অভিযানের নাম কেন অপারেশন বুনিয়ান-উম-মারসুস?
- ০৯:৩৪ এএম, ১০ মে ২০২৫ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান
- ০৮:৫৯ এএম, ১০ মে ২০২৫ ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান
- ০৮:৩৯ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
- ০১:০৭ এএম, ১০ মে ২০২৫ পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত: এনডিটিভি
- ০৯:৩৫ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ
- ০৯:০৫ পিএম, ০৯ মে ২০২৫ হুমকিতে পাকিস্তানের অর্থনীতি, নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য
- ০৮:৪৩ পিএম, ০৯ মে ২০২৫ সব বন্দর-টার্মিনাল-শিপইয়ার্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ভারতের
- ০৮:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি
- ০৬:১৩ পিএম, ০৯ মে ২০২৫ কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পর্যটকরা
- ০৩:৫৪ পিএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে
- ০৯:৫১ এএম, ০৯ মে ২০২৫ ভারত-পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে?
- ১০:২১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ
- ০৯:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দারা
- ০৯:১৯ পিএম, ০৮ মে ২০২৫ আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
- ০৮:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- ০৮:৩১ পিএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দরপতন
- ০৭:৫৭ পিএম, ০৮ মে ২০২৫ এই বাড়ি আমাদের স্বপ্ন, এটি ছাড়া বাঁচবো কী করে
- ০৬:৫১ পিএম, ০৮ মে ২০২৫ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল
- ০৬:৩১ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান
- ০৬:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর
- ০৫:২৪ পিএম, ০৮ মে ২০২৫ লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
- ০৪:৪৫ পিএম, ০৮ মে ২০২৫ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন
- ০৪:৪০ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানকে থামতে বললেন ট্রাম্প
- ০৪:২৯ পিএম, ০৮ মে ২০২৫ ২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ০৪:০৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট
- ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৫ বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী
- ০৩:২৭ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের
- ০২:৩৯ পিএম, ০৮ মে ২০২৫ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে রাতভর গোলাগুলি
- ০২:২২ পিএম, ০৮ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত, পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ পাকিস্তানের
- ০১:১৬ পিএম, ০৮ মে ২০২৫ ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত
- ১২:৩২ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না?
- ১২:১৪ পিএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
- ১২:০০ পিএম, ০৮ মে ২০২৫ লর্ড অব ওয়ার
- ১১:৩৩ এএম, ০৮ মে ২০২৫ সাত সকালে লাহোরে বিস্ফোরণ
- ১১:২৭ এএম, ০৮ মে ২০২৫ লাহোরে গুলি করে ২ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান
- ১১:১৫ এএম, ০৮ মে ২০২৫ পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে: প্রতিরক্ষামন্ত্রী
- ১০:০২ এএম, ০৮ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে
- ০৯:২৩ এএম, ০৮ মে ২০২৫ ভারতের বিমান হামলা: পাকিস্তানের পাল্টা অভিযান কি অনিবার্য?
- ০৮:৩৯ এএম, ০৮ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে
- ০৮:১৪ এএম, ০৮ মে ২০২৫ যুদ্ধের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে
- ০৯:৪১ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল
- ০৯:০৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে পাকিস্তান-সংঘাত
- ০৮:২৯ পিএম, ০৭ মে ২০২৫ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক
- ০৭:০৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল
- ০৬:৫৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫
- ০৬:০৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
- ০৬:০৫ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের সঙ্গে সংঘাত বাঁধতেই এক্সের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
- ০৫:৫৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
- ০৫:৩৩ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’
- ০৫:২৭ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরিফের
- ০৫:০৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের নোসেরি বাঁধেও হামলা চালিয়েছে ভারত
- ০৪:৫৮ পিএম, ০৭ মে ২০২৫ আতঙ্কে বাংলাদেশের শেয়ারবাজারে ধস
- ০৪:৩৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল
- ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান উত্তেজনা ‘সাময়িক’
- ০৪:২৭ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব
- ০৩:৫৪ পিএম, ০৭ মে ২০২৫ কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
- ০৩:২৬ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
- ০২:৪০ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০
- ০১:৫১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সক্ষমতা কার বেশি?
- ০১:১৮ পিএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
- ০১:০৪ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
- ১২:৪৯ পিএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০: এনডিটিভি
- ১২:১৬ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তানের যত যুদ্ধ
- ১২:১১ পিএম, ০৭ মে ২০২৫ ভারত-পাকিস্তান সংঘাত, রুট পরিবর্তন করছে এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স
- ১০:৫৬ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ
- ১০:৪২ এএম, ০৭ মে ২০২৫ শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান
- ১০:২৮ এএম, ০৭ মে ২০২৫ জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত
- ১০:২৫ এএম, ০৭ মে ২০২৫ ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ
- ১০:১৫ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক
- ০৯:৪৮ এএম, ০৭ মে ২০২৫ মসজিদেও হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের মন্ত্রী
- ০৯:৩৮ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ
- ০৮:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের উত্তরাঞ্চলে বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ
- ০৮:৪৩ এএম, ০৭ মে ২০২৫ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি, তিন ভারতীয় নিহত
- ০৮:২৭ এএম, ০৭ মে ২০২৫ ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান
- ০৮:২৩ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
- ০৮:১০ এএম, ০৭ মে ২০২৫ ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প
- ০৭:৫৭ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮
- ০৭:৪৪ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
- ০৭:৩৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত
- ০৬:১৫ এএম, ০৭ মে ২০২৫ ভারতের ২ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
- ০৫:২৪ এএম, ০৭ মে ২০২৫ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত
- ০৪:০৮ এএম, ০৭ মে ২০২৫ ‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিৎ নয় ভারতের’