ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় মেক্সিকো কেন আতঙ্কিত?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় লাতিন আমেরিকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক দেশই আশঙ্কা করছে, ওয়াশিংটন হয়তো আবারও প্রকাশ্য সামরিক হস্তক্ষেপের পুরোনো পথে ফিরছে। এই উদ্বেগ সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোতে।

ভেনেজুয়েলায় গত শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে অভিযানের পর দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো, কিউবা ও কলম্বিয়ার নাম উল্লেখ করেন। ওই অভিযানে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তা ব্যাপকভাবে নিন্দিত হয়।

ট্রাম্প ইঙ্গিত দেন, মাদকপাচার দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ভূখণ্ডেও সামরিক হামলা চালাতে পারে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেক্সিকোর বিষয়ে কিছু একটা করতেই হবে।’ একই সঙ্গে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে উদ্ধৃত করে বলেন, তিনি নাকি মাদক কার্টেলগুলোর কাছে ‘ভীত’ এবং ‘ওরাই মেক্সিকো চালাচ্ছে।’

‘আমরা স্বাধীন ও সার্বভৌম’

ট্রাম্পের এই হুমকির জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম দেশটির সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান নেন। সোমবার গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’

আরও পড়ুন>>
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ
মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

তিনি আরও বলেন, ‘মেক্সিকোতে জনগণই ক্ষমতার উৎস। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সহযোগিতা হতে পারে, কিন্তু অধীনতা বা হস্তক্ষেপ নয়।’

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সম্পর্ক

ইতিহাসগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার পাশাপাশি নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় মেক্সিকোর নেতাদের সবসময়ই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়েছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য ও নীতিতে সেই ভারসাম্য আরও কঠিন হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেক্সিকোর ইতিহাসের অধ্যাপক পাবলো পিকাতো আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস মেক্সিকোর জাতীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি স্মরণ করিয়ে দেন, ১৮৪৬ সালে যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ করে মেক্সিকো সিটি দখল করে নেয় এবং বর্তমান ক্যালিফোর্নিয়া, নেভাদা ও নিউ মেক্সিকোসহ বিশাল অঞ্চল অধিগ্রহণ করে।

এছাড়া মেক্সিকান বিপ্লবের সময় এবং পরবর্তী বছরগুলোতেও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক হস্তক্ষেপ দেশটির ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে।

এই প্রেক্ষাপটে ট্রাম্প সাম্প্রতিক বক্তব্যে মনরো নীতির কথাও উল্লেখ করেন। উনিশ শতকের সেই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে নিজেদের প্রাধান্য দাবি করতো। তিনি একে ব্যঙ্গ করে ‘ডনরো ডকট্রিন’ বলেও উল্লেখ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক মাধ্যমে ট্রাম্পের ছবি শেয়ার করে লেখে, ‘এটাই আমাদের গোলার্ধ।’

‘লাল রেখা’ স্পষ্ট

সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান নিলেও শেইনবাউম অভিবাসন, নিরাপত্তা ও বাণিজ্যের মতো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছেন। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে মেক্সিকো সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করে। মাদকপাচার ও অনিয়মিত অভিবাসন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাও চলছে।

তবে শেইনবাউম স্পষ্ট করে জানিয়েছেন, মেক্সিকোর ভূখণ্ডে একতরফা মার্কিন সামরিক অভিযান হবে ‘লাল রেখা’।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় হামলা ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকার মেক্সিকো কর্মসূচির পরিচালক স্টেফানি ব্রিউয়ার বলেন, শেইনবাউম যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তার মতে, সেই একমাত্র লাল রেখা অতিক্রম করে সম্পর্ক ভাঙার কোনো যুক্তিসংগত কারণ নেই। তবে ভেনেজুয়েলার ঘটনা দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকিকে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সূত্র: আল-জাজিরা
কেএ/

টাইমলাইন

  1. ০৯:৩৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ইউক্রেনের বদলে ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা রাশিয়ার?
  2. ০৬:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় মেক্সিকো কেন আতঙ্কিত?
  3. ০৫:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ ‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’
  4. ০৩:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ মাদুরো ছিলেন সাহসী আর সিলিয়া ফ্লোরেস প্রখর বুদ্ধিমতী
  5. ১১:০০ এএম, ০৭ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা
  6. ০৯:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণ দেখে তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন?
  7. ০৯:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডে, যে কোনো সময় দখল?
  8. ০৬:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  9. ০৬:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
  10. ০৫:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক আইনের কার্যকারিতা কি শেষ হয়ে গেলো?
  11. ০৪:৩১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’
  12. ০৪:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ট্রাম্প গ্রিনল্যান্ডে হাত দিলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না
  13. ০৩:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ
  14. ১২:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র
  15. ১১:২০ এএম, ০৬ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
  16. ০৯:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
  17. ০৬:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন ধরতে যায়নি যুক্তরাষ্ট্র?
  18. ০৬:০০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
  19. ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  20. ০৩:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
  21. ০২:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ ব্যক্তিগত নিরাপত্তায় কেন বিদেশি রক্ষী রেখেছিলেন মাদুরো?
  22. ০১:৩১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ এরপর কি তবে ইরান?
  23. ০৯:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ শর্তসাপেক্ষে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রুবিও
  24. ০৮:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন ডেল্টা ফোর্স কেন এত দুর্ধর্ষ
  25. ০৭:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
  26. ০৬:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প
  27. ০৬:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতি নেতানিয়াহুর সমর্থন
  28. ০৬:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি মাদুরো: ডেলসি রদ্রিগেজ
  29. ০৫:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
  30. ০৫:১৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ
  31. ০৫:০৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় এখনো প্রভাবশালী মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীরা
  32. ০৪:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল
  33. ০৪:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ
  34. ০৪:১২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি: যুক্তরাষ্ট্রের সাফাই গাইছে যেসব দেশ
  35. ০৩:৫৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ
  36. ০২:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর স্ত্রীকেও কেন ধরে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র?
  37. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
  38. ০১:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে কাকে চান ট্রাম্প?
  39. ১২:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের আপত্তি, ভেনেজুয়েলার শাসক হতে পারছেন না নোবেলজয়ী মাচাদো!
  40. ১১:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
  41. ১১:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে
  42. ১১:১৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ মাদুরোর কাছেই ছিলেন ‘মীর জাফর’, সিআইএকে দিচ্ছিলেন সব তথ্য
  43. ১০:৩৮ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট
  44. ১০:১৯ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ সাড়ে ৪ ঘণ্টার অভিযানে যেভাবে মাদুরোকে তুলে আনলো যুক্তরাষ্ট্র
  45. ০৯:২৫ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
  46. ০৮:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
  47. ০৮:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প
  48. ১১:০৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ
  49. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার শাসক কে হবেন, নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র!
  50. ০৯:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন ট্রাম্প
  51. ০৯:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরো কোথায় আছেন, জানালেন ট্রাম্প
  52. ০৯:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
  53. ০৮:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের
  54. ০৭:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার
  55. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর ‘বিচার’
  56. ০৭:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ‘সশস্ত্র আগ্রাসন’ বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান
  57. ০৬:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
  58. ০৫:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
  59. ০৪:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
  60. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
  61. ০৩:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ মাদুরোকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র
  62. ০৩:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নিন্দা
  63. ০২:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  64. ০২:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প
  65. ০১:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ
  66. ১০:০২ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ভেনেজুয়েলা: মাদুরো