ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঠান্ডা বিকেলের আড্ডায় শীতের সবজির পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৯:২২ এএম, ২১ ডিসেম্বর ২০২৫

শীতের বিকেল মানেই একটু বাড়তি আরাম, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর প্রিয়জনদের সঙ্গে জমে ওঠা আড্ডা। হালকা ঠান্ডার সেই সময়টাকে আরও আনন্দময় করে তুলতে চাই এমন কিছু, যা মুহূর্তেই মন ভালো করে দেয়। ঠিক তখনই মচমচে পাকোড়ার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আর যদি সেই পাকোড়া হয় শীতের টাটকা সবজি দিয়ে তৈরি, তাহলে তো স্বাদ আর পুষ্টি দুটোই একসঙ্গে।

ফুলকপি, বাঁধাকপি, গাজর কিংবা পালং বাজারভর্তি এই সবজিগুলো দিয়েই ঘরোয়া উপায়ে বানানো যায় ঝরঝরে ও সুস্বাদু পাকোড়া, যা ঠান্ডা বিকেলের আড্ডাকে করে তোলে আরও উষ্ণ ও মুখর। রইলো রেসিপি-

উপকরণ
১. শীতের বিভিন্ন সবজি পরিমাণমতো
২. ডিম ১টি
৩. ময়দা আধা কাপ
৪. কাঁচা মরিচ স্বাদমতো
৫. আলু ২টি
৬. লবণ স্বাদমতো
৭. তেল ভাজার জন্য।

ঠান্ডা বিকেলের আড্ডায় শীতের সবজির পাকোড়া

আরও পড়ুন:
ছুটির বিকেলের আড্ডা জমুক ঝাল পিঠার সঙ্গে
ঘরেই তৈরি করুন সুগন্ধি কমলার পুডিং
শীতের সন্ধ্যা জমে উঠুক মুখরোচক মুলার পাকোড়ায়

যেভাবে তৈরি করবেন
প্রথমে সবজিগুলো ধুয়ে কুচি করে কেটে নিন। এরপর একটি পাত্রে সবজি কুচি, ডিম, ময়দা, কাঁচা মরিচ, আলু, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে সবজির মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের আকার করে ভেজে নিন। বাদামি রঙের হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মচমচে পাকোড়া।

জেএস/জেআইএম