কুড়িগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১১ মে ২০১৮

কুড়িগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ডেসটিনির অনিল সেনকে আহ্বায়ক ও দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিবকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, উমর ফারুক (নতুন সময়), বাতেন বিপ্লব (এসএ টিভি), হামিদ-উজ-জামান মামুন (যুগান্তর), কাদের বাবু (বাবুই) ও রেজাউল করিম প্লাবন (যুগান্তর)।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডের আরডিজেএ-এর অফিসে কমিটি এ কমিটি গঠিত হয়। সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রশাসনের দৃষ্টিগোচর করা এবং সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কুড়িগ্রামের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সফিউল আলম রাজা (প্রিয়.কম), শেখ রোকন (সমকাল), এম এ মোতালিব (কালের কণ্ঠ), রফিকুল রঞ্জু (প্রিয়.কম), আখতারুজ্জামান (ফেমাস নিউজ), শুভ অংকুর ভট্টাচার্য (চ্যানেল টোয়েন্টিফোর), আবদুর রাজ্জাক সরকার (সমকাল), আরিফুল ইসলাম আরিফ (এএনবি), সজিব তৌহিদ (প্রথম আলো), আল্লামা ইকবাল অনিক (মাছরাঙা), মো. হাবিবুর রহমান রাজ (আমাদের পত্রিকা.কম), মুহা. আবদুল হাই (টাইম নিউজ) ও মো. জহুরুল ইসলাম।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।