ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০১ আগস্ট ২০১৮

ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আর নেই। আজ (বুধবার) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।

স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার শাহেদ ফয়সাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েক সপ্তাহ যাবত বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগব্যাধিতে ভুগছিলেন। গত কয়েকদিন যাবত তিনি স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবরে গণমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ এই সদস্যের জানাজা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা।

এমইউ/এসএইচএস/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।