ক্যারম এককে জাগো নিউজের সাঈদ শিপনের শিরোপা পুনরুদ্ধার

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩’ এ ক্যারম পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ও উপপ্রধান প্রতিবেদক সাঈদ শিপন।
সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আলোকিত বাংলাদেশের ফারুক আলমকে সরাসরি ২-০ সেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছেন জাগো নিউজের সাঈদ শিপন।
মঙ্গলবার (২০ জুন) ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার রাতে ডিআরইউর ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত ফাইনালে সাঈদ শিপন প্রথম গেমে ফারুক আলমকে ২৯-২১ পয়েন্টে এবং দ্বিতীয় গেমে ৩৩-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
এর আগে ২০২০ ও ২০২১ সালে টানা দুইবার এ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাঈদ শিপন। কিন্তু গতবার তিনি ফাইনালে ফারুক আলমের কাছে হেরে গিয়েছিলেন।
এদিকে বাংলাদেশ জার্নালের সুজন কুমার কৈরীকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক যুগান্তরের সাদ্দাম হোসেন ইমরান।
ক্যারমের ফাইনালে উপস্থিত ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম এবং সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম।
এনএইচ/এমএএইচ/এমএস