নতুন তথ্য কমিশনার মাসুদা ভাট্টি ও শহীদুল আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৪ আগস্ট ২০২৩
মাসুদা ভাট্টি ও শহীদুল আলম ঝিনুক

তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুক।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।

বিজ্ঞাপন

মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন। আর আগের তথ্য কমিশনার ড. আবদুল মালেক ২১ মার্চ প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। ফলে এই তথ্য কমিশনারের শূন্যপদে নিযুক্ত হন শহীদুল আলম ঝিনুক।

প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুযায়ী তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ পাঁচ বছর অথবা তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ১০ম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। এছাড়া জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আর বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক এবং গ্রন্থকার মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।