নারী সাংবাদিকদের জন্য টেজাবের বর্ণিল আয়োজন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৯ মার্চ ২০২৫

৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। দেশের টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের নিয়ে গঠিত ‘টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টেজাব) নারী সদস্যদের জন্য দিনটি আরও একটু রাঙাতে এদিন সন্ধ্যার পর আয়োজন করে এক বর্ণিল অনুষ্ঠান। রাজধানীর পান্থপথের বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের লবিতে আয়োজিত অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ ছিলেন টেজাবের ১৮ জন নারী সদস্য।

এছাড়া আয়োজনে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিকতায় নিজের দ্যুতি ছড়ানো বেশকজন নারী সহকর্মীকে। আয়োজনে গল্প আড্ডায় মেতে ওঠেন তারা।

এ সময় নিজেদের অনুভুতি প্রকাশে নারী সহকর্মীরা বলেন, ‌‘চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতায় এসে পরিবারের পাশাপাশি সহকর্মীদেরও সহযোগিতা পেয়েছি। নারীদের উৎসাহ ও সাহস দিতে টেজাবের এমন আয়োজনে আমরা সবাই বেশ আনন্দিত। নারীদের জন্য বিশেষ দিন বলে নয়, চাইবো সমাজের প্রতিটি মানুষ যেনো সবসময়ই এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়, প্রতিটি নারীই যেনো তার সম্মানটুকু পায়। আমরা নারী আমরাও চাই প্রত্যেকের জায়গা থেকে পরিবার-সমাজ ও দেশের প্রতি অবদান রাখতে।’

‘নারী তুমি এগিয়ে যাও’- এমন প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করা হয় বিনোদন সাংবাদিকতায় নারী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। এ বিষয়ে আলোচনায় নারী সাংবাদিকরা বলেন, ‘বিনোদন সাংবাদিকতা এক একটি বিশেষ ক্ষেত্র যা সারা বিশ্বে নারীদের জন্য নতুন কিছু সুযোগ সৃষ্টি করেছে, তবে সেই সাথে কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে। গত কয়েক দশকে নারীরা বিনোদন সাংবাদিকতায় অনেক এগিয়েছে, তবে তাদের পথচলায় এখনও কিছু বাধা রয়েছে।’

নারীদের জন্য সাংবাদিকতার এই ক্ষেত্রটি নৈতিক ও মানসম্পন্ন কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বিনোদন সংবাদে অতিরিক্ত সেনসেশনের চাপে বা কম গুরুত্বপূর্ণ খবর তুলে ধরতে অনেক সময় চাপ দেয়া হয়, যা নারীদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ সৃষ্টি করে বলেও মনে করেন তারা।

তবে বর্তমানে অনেক নারী সাংবাদিক আছেন যারা বিনোদন সাংবাদিকতায় নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। তারা শুধু সংবাদ উপস্থাপনই করেন না বরং একে একটি সামাজিক শক্তিতে পরিণত করছেন।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।