জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতির দায়িত্ব নিলেন শফিক জামান


প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৪ জুন ২০১৬
সিনিয়র সাংবাদিক শফিক জামান

জামালপুরের অন্যতম সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শফিক জামান জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রেসক্লাবের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

শফিক জামান ২০১৭ সালের জন্য নির্বাচিত সভাপতি। সভাপতির পদ শূন্য হওয়ায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তাকে ২০১৬ সালের জন্যও সভাপতির দায়িত্ব পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় সহ-সভাপতি পদে ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনকে সহ-সভাপতি, বিজয় টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানাকে কোষাধ্যক্ষ, তানভীর আহমেদ হীরাকে সাহিত্য সম্পাদক, যুগান্তর প্রতিনিধি সুশান্ত কানু এবং মানবজমিন ও নিউজ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মিলনকে কার্যনির্বাহী সদস্য পদে কোঅপশন করা হয়।

সভায় সুষ্ঠু সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সংবাদের জেলা বার্তা পরিবেশক উৎপল কান্তি ধর, যুগান্তর প্রতিনিধি সুশান্ত কানু, এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি শফিক জামান, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, দিনকাল প্রতিনিধি মুকুল রানা, ঢাকা ট্রিবিউনের বিশ্বজিৎ দেব টুটুল, যমুনা টিভির শোয়েব হোসেন, চ্যানেল নাইন ও যায়যায়দিন প্রতিনিধি শুভ্র মেহেদী, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মাইটিভির শামীম আলম, বিজয় টিভির জুয়েল রানা প্রমুখ।

শুভ্র মেহেদী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।