না ফেরার দেশে সাংবাদিক আরিফুল হক


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁ জেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক, বৈশাখী টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় নওগাঁ শহরের লাঠাপাড়ায় শ্বশুরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শহরের আরজি-নওগাঁ স্কুল মাঠে বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের বাড়ি বড়খোল পারিবারিক করবস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি বেশ কিছু দিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।

আরিফুল হক সাংবাদিকতা জীবনে দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক যায়যায়দিন, দৈনিক আমাদের রাজশাহী, দৈনিক চাঁদনি বাজার, ঢাকা টাইমস২৪.কম ও বৈশাখী টিভিতে কাজ করেছেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন আত্রাই উপজেলার চকশিমলা দাখিল মাদরাসার শিক্ষক এবং পরে নওগাঁ সদর উপজেলার সড়াইল হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি আত্রাই উপজেলার বড়খোল গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ ও রাহেলা বেগমের ছয় সন্তানের মধ্যে চতুর্থ।

এদিকে প্রতিভাবান সাংবাদিক আরিফের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীসহ সাংবাদিকরা।
 
আব্বাস আলী/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।