সাংবাদিক বিজন সেন আর নেই
নোয়াখালীর সিনিয়র সাংবাদিক চ্যানেল আই ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি বিজন সেন (৬১) আর নেই। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে মাইজদী হাউজিং এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজন সেন দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে, বিজন সেনের প্রয়ানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি মিজানুর রহমান ও সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূ্ইঁয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মিজানুর রহমান/এফএ/এবিএস