দুর্নীতি বিষয়ক সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ


প্রকাশিত: ১০:১২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদেরকে দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ দিবে। এ লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাব চেয়েছেনে এবং এ বছরে ৫টি ক্যাটাগরিতে ফেলোশীপ দেবে সংস্থাটি।  

ক্ষেত্রগুলো হচ্ছে- শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি এবং জলবায়ু অর্থায়নে সুশাসন। আগামী ২৮ মার্চ এর মধ্যে আবেদন পাঠাতে হবে।

চূড়ান্ত ভাবে নির্বাচিত এক বা একাধিক ফেলোকে সম্মানী হিসেবে মোট এক লক্ষ টাকা ও সনদ প্রদান করবে টিআইবি।

২০১৫ সালে নিম্নোক্ত দুইটি শ্রেণীতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ দেওয়া হবে-

জাতীয় প্রিন্ট মিডিয়া ফেলোশিপ
রাজধানী ঢাকা থেকে প্রকাশিত যে কোন বাংলা ও ইংরেজী দৈনিক সংবাদপত্রে কাজ করছেন এমন সাংবাদিক।

ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ
বিটিভি ও দেশীয় মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলসমূহ, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।

আগ্রহীর যোগ্যতা
দৈনিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক যাদের সংবাদ মাধ্যমে কোন বিরতি ছাড়া ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা। থাকতে হবে অনুসন্ধানী সাংবাদিকতায় রিপোর্ট প্রণয়নের অভিজ্ঞতা।

আবেদনের নিয়মাবলী
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দিতে হবে। এতে প্রতিবেদনের যৌক্তিকতা, লক্ষ্যসমূহ এবং পরিসীমা, পদ্ধতি, মাঠ-কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সময়সূচি, ফেলোশিপ কর্মসূচির প্রত্যাশিত ফল এবং সম্ভাব্য বাজেট বিষয়ের উল্লেখ থাকতে হবে।

ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর কর্ম প্রতিষ্ঠানের সম্পাদক/নির্বাহী প্রধান এর স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদ ও ফেলোশিপে অংশগ্রহণের অনুমতিপত্র জমা দিতে হবে।

টিআইবি বলছে, প্রতিটি ফেলোশিপের সময়কাল সর্বোচ্চ তিন মাস।

জমা দেওয়ার ঠিকানা
সিনিয়র ম্যানেজার (এইচ আর), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মাইডাস সেন্টার, বাড়ী - ০৫ সড়ক -১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা – ১২০৯।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।