প্রবীণ সাংবাদিক রুহুল আমিনের ইন্তেকাল


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৫ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের তাড়াশের প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের চলনবিল সংবাদদাতা রুহুল আমিন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
 
মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকার শেরেবাংলা নগরের নিউরোলজি সায়েন্টিফিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাযে জানাজা শেষে দাফন করা হবে।

তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আতিকুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিক রুহুল আমিন বেশ কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত শনিবার দুপুরে নিজ বাসাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এসময় প্রথমে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার ঢাকা নিউরোলজি সায়েন্টিফিক হাসপাতালে ভর্তি করা হয়।

রুহুল আমিন ১৯৭৪ সাল থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার চলনবিল সংবাদদাতা হিসেবে কাজ করছেন। তিনি একাধারে সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি তাড়াশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও তাড়াশ রিপোর্টার্স ইউনিটের উপদেষ্টা ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।