সাংবাদিক হাসান মামুনের বাবার ইন্তেকাল


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কমের পিরোজপুর জেলা প্রতিনিধি হাসান মামুনের বাবা আব্দুল হাকিম শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকেল ৪টায় পিরোজপুর শহরের সিআই পাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী ও চার ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রোববার তার মরদেহ সিআইপাড়া শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।