নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস সম্পাদক জুয়েল
নওগাঁ জেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে কায়েস উদ্দীন (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক পদে মীর মোশারফ হোসেন জুয়েল (খবরপত্র) নির্বাচিত হয়েছেন।
গণনা শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশীদ এই ফলাফল ঘোষণা করেন।
পরিচালনা কমিটির নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম-সম্পাদক পদে শফিক ছোটন (যমুনা টিভি), বেলায়েত হোসেন (বাংলাভিশন) ও অর্থ-সম্পাদক পদে বাবুল আখতার রানা (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর)।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে বিশ্বনাথ দাস, এবিএম রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার রউফ পাভেল, দফতর সম্পাদক পদে একে সাজু নির্বাচিত হয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মাসুদুর রহমান রতন, হাফিজুর রহমান চৌধুরী, সুলতানুল আলম মিলন, এবাদুল হক, জিএম মিঠুন ও নাছিমুল হক বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহকারী রিটানিং কর্মকর্তা হিসেবে নওগাঁ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ডিএম আব্দুল বারী ও প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গোলাম সামদানী দায়িত্ব পালন করেন।
আব্বাস আলী/এআরএ/জেআইএম