জাগো নিউজের সহ-সম্পাদক সাখাওয়াত সুজনের মামার ইন্তেকাল


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

জাগোনিউজ২৪.কমের সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন সুজনের মামা মাহফুজার রহমান লেবু (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মাহফুজার রহমান লেবু নীলফামারীর ডিমলা সদরের বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি ডিমলা সদর ইউনিয়নের ডিমলা গ্রামের মৃত্য আব্বাস আলীর পুত্র। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহফুজার রহমান লেবুর স্ত্রী লতিফা ইয়াসমিন ডলি ডিমলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত, মেয়ে মাহজাবিন লিজা ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বাদ আসর বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মাহফুজার রহমান লেবুর মৃত্যুতে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাহেদুল ইসলাম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।