লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা
লালমনিরহাটে এসএ টিভির প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স (৩৩) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের মিশন মোড়ে এ ঘটনা ঘটে। সাংবাদিক আশিকুর ডিফেন্স বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের মিশন মোড়ে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ডিফেন্স। এমন সময় সেখানে উপস্থিত হন শহরের সুরকীর মিল এলাকার ওয়ালিউর রহমান রাজুর নেতৃত্বে নর্থবেঙ্গল এলাকার বাবলু (৩০) ও মোঘলহাটের লাইনম্যান রুহুল আমিন বাবু (৪০)। সেখানেই তারা তাকে মারপিট শুরু করে। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ডিফেন্স জানান, তিনি হামলাকারীদের বিরুদ্ধে কিছু না লিখলেও তারা হামলা করেছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিফেন্স।
এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি জেনেছি। আহত সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রবিউল/এমএএস/পিআর