যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আর নেই


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৮ মার্চ ২০১৭

যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক নববার্তার সম্পাদক এবং প্রকাশক জাহাঙ্গীর আলম (জনি) শনিবার সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৯ বছর।

যমুনা নিউজের বার্তা সম্পাদক নয়ন মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বেলা ৩টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তিনি নিজেই মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারডেম হাসপাতালে যেতে বলেন। বারডেমে তার অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা ৬টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।