আখাউড়া প্রেসক্লাবের সভাপতি রফিক, সম্পাদক হান্নান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. রফিকুল ইসলামকে (ভোরের ডাক) সভাপতি ও কাজী হান্নান খাদেমকে (যায়যায়দিন) সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়।
আখাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক দুলাল ঘোষের সভাপতিত্বে উপজেলার সড়ক বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহাদাত হোসেন লিটন (মানবজমিন), সহ-সভাপতি কাজী মফিকুল ইসলাম (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি (ইত্তেফাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. শরীফুল ইসলাম (ফোকাস বাংলা), কার্যকরী সদস্য দুলাল ঘোষ (প্রথম আলো) ও নাসির উদ্দিন (সমকাল)।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর