আবদুল হাই শিকদার হাসপাতালে


প্রকাশিত: ০২:০৫ এএম, ০৩ মে ২০১৫

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি ও বিশিষ্ট নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার কন্ঠনালিতে প্রদাহ জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর লালমাটিয়া নাক কান ও গলা (ইএনটি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিকেল তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. জিল্লুর রহমানের তত্ত্বাধানে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন আব্দুল হাই শিকদারের কণ্ঠনালিতে টিউমার রয়েছে।

রোববার যেকোন সময় তার কণ্ঠনালিতে অপরাশেন করা হতে পারে। আবদুল হাই শিকদারের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।