ডিআরইউকে কম্পিউটার সামগ্রী দিল আইসিটি মন্ত্রণালয়


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৪ মে ২০১৭

ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে ৫টি কম্পিউটার, ১টি প্রিন্টার ও ১টি প্রজেক্টর দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। রোববার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ কম্পিউটার সামগ্রী ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।  ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বর্তমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত ও আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ডিআরইউ নেতৃবৃন্দ কম্পিউটার সামগ্রী প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আইসিটি মন্ত্রণালয় তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিআরইউর সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল হাসান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন ও সাবেক কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, সংগঠনের সিনিয়র সদস্য মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

গত সেপ্টেম্বরে ডিআরইউর একটি সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেদিন ডিআরইউকে ১২টি কম্পিউটার সামগ্রী প্রদানের অঙ্গীকার করেন তিনি। তারই অংশ হিসেবে আজ এই কম্পিউটার সামগ্রী দিল আইসিটি মন্ত্রণালয়। 

এমইউ/এমএমজেড/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।