পাওনা পরিশোধে ইনকিলাবকে ফের দুই দিনের আলটিমেটাম
দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন শতাধিক সাংবাদিক-কর্মচারীর ২৬ মাসের বকেয়া বেতন-ভাতাসহ যাবতীয় পাওনাদি পরিশোধে গত ১২ দিন ধরে টালবাহানা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার এক জরুরি সভা শেষে চাকুরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছেন ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব হাসান-উজ জামান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার চাকুরিচ্যুত শতাধিক সাংবাদিক-কর্মচারী পাওনা চাইতে গেলে তাদের ইনকিলাব অফিসে ঢুকতে বাধা দেয়া হয়, যা একেবারেই অমানবিক, মানবাধিকার পরিপন্থী ও প্রাপ্য নায্য পাওনা থেকে বঞ্চিত করার পাঁয়তারা।
বিবৃতিতে তারা বলেন, এহেন পরিস্থিতিতে চাকুরিচ্যুত সাংবাদিক-কর্মচারীরা তাদের পাওনাদি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই বকেয়া পাওনা আদায়ে চাকুরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের সামনে কঠোর আন্দোলনে নামা ছাড়া অন্য কোন পথ খোলা নেই।
সভায় ইনকিলাব সম্পাদককে সমুদয় পাওনাদি পরিশোধের জন্য আগামী ১৫ ও ১৬ মে দুই দিনের আলটিমেটাম দেয়া হয়। এ সময়ের মধ্যে বকেয়া বেতনসহ সমুদয় পাওনাদি পরিশোধ করা না হলে বুধবার (১৭ মে) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রতিদিন ইনকিলাবের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্তও হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি পালনে ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ সাংবাদিক সমাজের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছে।
উল্লেখ্য, বকেয়ার মাত্র ৩০ শতাংশ অর্থ বুঝিয়ে দিয়ে সমুদয় পাওনা বুঝিয়া পাইলাম এই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ সই দিতে বাধ্য করার অনৈতিক প্রস্তাব মেনে না নেয়ায় ইনকিলাব সম্পাদক ১০০ জন সাংবাদিক-কর্মচারীকে চাকুরিচ্যুত করে।
এমএমজেড/ওআর