মনজুরুল বারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৭ মে ২০১৭

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইসিটি আইনের ৫৭/৫৬ ধারায় মাহবুবুল হক বাবুল চিশতী নামের জনৈক এক ব্যক্তি গত ১২ মে (শুক্রবার) জামালপুরে ১১ (৫) নম্বর মামলাটি দায়ের করেন।

ঢাকা প্রতিদিন সম্পাদক ও প্রতিবেদকসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান ডিইউজে নেতারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইসিটি অ্যাক্ট স্বাধীন সাংবাদিকতা এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। কোনো ধরনের নিয়মকানুনের তোয়াক্কা না করে শুধুমাত্র সাংবাদিক সমাজকে চেপে ধরতে আইসিটি অ্যাক্টে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

ডিইউজের পক্ষ থেকে অবিলম্বে এই আইন বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এমইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।