সাংবাদিক সানা উল্লাহ নূরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৬ জুন ২০১৫

বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক সানা উল্লাহ নূরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে মরহুমের নিজ জন্মস্থান লক্ষ্মীপুর জেলার কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে বিকেলে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ এবং সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের জীবনের তাৎপর্যপূর্ন দিক নিয়ে আলোচনা করবেন।

এ ব্যাপারে কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানায়, মৃত্যুর আগ পর্যন্ত সানা উল্লাহ নূরী নি:স্বার্থভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। কর্ম দিয়ে তিনি মানুষের মনে স্থান করে নিয়েছেন। তিনি শুধু ভালো সাংবাদিক ছিলেন না, ভালো মানুষও ছিলেন।

১৯৪৭ সালে ভাষা আন্দোলনের মূখপত্র অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘ইহসানের’ সহযোগী সম্পাদকের দায়িত্বের মধ্য দিয়ে নূরীর সংবাদিকতা শুরু হয়।

এরপর তিনি দীর্ঘ ৫০ বছর সাংবাদিকতার জীবনে দৈনিক সংবাদ (১৯৫২-৫৭), দৈনিক আজাদ (১৯৪৮), দৈনিক সৈনিক, দৈনিক নাজাত, দৈনিক ইত্তেফাক (১৯৫৮), মাসিক সওগাত (১৯৬০), দৈনিক বাংলা, দৈনিক গণবাংলা, দৈনিক কিশোর, দৈনিক দেশ, দৈনিক জনতা, দৈনিক দিনকালসহ তৎকালীন বিভিন্ন দৈনিকে সম্পাদক, সহযোগী সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯৭ সালের মে মাসে দৈনিক দিনকালের সম্পাদক থাকাকালীন অবস্থায় অসুস্থ হলে তিনি আর আরোগ্য লাভ করেন নি। পরে ২০০১ সালের ১৬ জুন ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাজল কায়েস/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।