সাংবাদিক আবু কাওসারের স্ত্রীর মৃত্যুতে ইআরএফের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৪ আগস্ট ২০১৮

অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসারের স্ত্রী রাবেয়া বেগম (৪৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌঁনে ৭টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান তিনি। রাবেয়া বেগম রাজধানীর লালমাটিয়ার আরব মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল। ইআরএফ পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বৃহস্পতিাবর রাত ১১টায় পশ্চিম আগারগাঁও ডি টাইপ অফিসার্স কোয়ার্টার প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা হয়। রাতেই মরদেহ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটারা গ্রামে নেয়া হয়। শুক্রবার বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।