সাংবাদিক সিরাজুল ইসলাম আবেদের মায়ের ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:১৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

সমকালের সহকারী সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদের মা ও অবসরপ্রাপ্ত প্রকৌশলী খাদেমুল ইসলামের স্ত্রী জাহান-আরা ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)।

শনিবার নওগাঁ শহরের দয়ালের মোড়ের নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্বামী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকা, একুশে পরিষদ নওগাঁ, আবৃতি পরিষদ, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছে।

রোববার সকাল ১০টার শহরের নওজোয়ান মাঠে জাহান-আরা ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। পরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

আব্বাস আলী/এএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।