সাংবাদিক মামুনুর রশিদের মৃত্যুতে স্পিকারের শোক
বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার এক শোকবার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় স্পিকার বলেন, মামুনুর রশিদের মৃত্যুতে দেশ একজন উদীয়মান তরুণ সাংবাদিক হারালো। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ আ. স. ম ফিরোজ এমপিও গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক মামুনুর রশিদ মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। একুশে টিভির হয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী বিটে কাজ করেন তিনি।
এইচএস/জেডএ/পিআর