সাংবাদিক-মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

মহান মুক্তিযুদ্ধের সংগঠক-গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার (৬৬ ) আর নেই। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টায় চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নেয়া হয়। দুপুর ২টায় বন্দর চত্ত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দীর্ঘ কর্মজীবনে আ ক ম রইসুল হক বাহার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাব শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তার চেয়েও বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে চট্টগ্রামের কৈবল্যধাম রেল স্টেশন উড়িয়ে দেয়ার অভিযানে নেতৃত্ব দেন তিনি।

স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরে চাকরির পাশাপাশি সাংবাদিকতা শুরু করেন। দৈনিক সেবক পত্র, দৈনিক গণকণ্ঠ, দৈনিক পূর্বকোণ পত্রিকায় কাজ করেন।

পরবর্তীতে তিনি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের বার্তা সম্পাদক, ডেইলি স্টার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবেও কাজ করেন। সবর্শেষ তিনি পূর্বকোণের সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

মুক্তিযোদ্ধা সাংবাদিক ও গবেষক রইসুল হক বাহারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ। এ ছাড়া সিইউজে সভাপতি নাজিমউদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস শোক জানিয়েছেন।

আবু আজাদ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।