চলতি সপ্তাহে সংবাদকর্মীদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৩ জুলাই ২০২০

জুলাই মাসের চলতি সপ্তাহের মধ্যে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

সোমবার (১৩ জুলাই) ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন মালিকদের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, বেশির ভাগ প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন কর্তৃপক্ষ এখনও জুন মাসের বেতন বকেয়া রেখেছে। উৎসব ভাতা পরিশোধেরও উদ্যোগ নেয়নি অনেক প্রতিষ্ঠান। যা উদ্বেগজনক।

নেতারা অবিলম্বে বাংলাদেশের খবর, দ্য ইন্ডিপেন্ডেন্টসহ যেসব সংবাদপত্র নিয়ম নীতি লঙ্ঘন করে প্রিন্ট ভার্সন বন্ধ রেখেছে তাদের প্রকাশনা চালু এবং বকেয়া বেতনাদি দ্রুত পরিশোধের আহ্বান জানান।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।