সম্পাদক পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে মাহফুজ আনাম-দেওয়ান হানিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৭ মার্চ ২০২২

দুই বছর মেয়াদি সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি এবং বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন নিউএজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত; সহকারী সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান আর কোষাধ্যক্ষ পদে রয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

কমিটির পাঁচ সদস্য হলেন- ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

গতকাল রোববার সম্পাদক পরিষদ সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ডেইলি স্টার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা ও তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, আজকের পত্রিকা সম্পাদক মো. গোলাম রহমান, ইনকিলাব সম্পাদক এম এম বাহাউদ্দিন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান এবং সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। সভায় অন্য সদস্যরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় নতুন সদস্য হিসেবে আজকের পত্রিকা সম্পাদক মো. গোলাম রহমান ও সহযোগী সদস্য হিসেবে সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিকে অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের অসুস্থতার কারণে সম্পাদক পরিষদের গত ১৪ ডিসেম্বরের সভা স্থগিত করা হয়। ২৫ ডিসেম্বর রিয়াজ উদ্দিন আহমেদ মারা যান। স্থগিত ওই সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ কমিটিতেও সভাপতির দায়িত্বে ছিলেন মাহফুজ আনাম। আগের কমিটির সাধারণ সম্পাদক পদত্যাগের সিদ্ধান্ত নিলে গত বছরের আগস্ট থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেওয়ান হানিফ মাহমুদ।

এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।