গাজীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গাজীপুরে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলাটি দায়ের করেন গাজীপুর বারের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মাহফুজ আনাম এক-এগার সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। বিবেকহীন আসামি সকল নীতিনৈতিকতা শ্রদ্ধাবোধ ভুলে গিয়ে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। তিনি সমগ্র বাঙালি জাতির উপর চরম অবজ্ঞা প্রদর্শন পূর্বক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মান আঘাত করেছেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন। এতে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বাদী আমানত হোসেন খান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
                
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।