ডিইউজে সভাপতি শাবান সম্পাদক সোহেল


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সম্পাদক নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রেসক্লাবে শনিবার রাত সোয়া ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এ তথ্য জানান।

সভাপতি পদে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট।
 
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৭৪৯ ভোট।

DUJ-Wenner
এ ছাড়া যুগ্ম সাধারণ পদে শাহানা শিউলি (৫৫২), সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান মিয়া (৪৯৭ ভোট), কোষাধ্যক্ষ পদে সেবিকা রাণী (৬০৭ ভোট), প্রচার সম্পাদক পদে আখতার হোসেন (৫৯৪ ভোট),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মজিবুর রহমান খান বাবু (৯১৮ ভোট), জনকল্যাণ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি (১০৪৯ ভোট), দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল (৭১২ ভোট) নির্বাচিত হয়েছেন।
 
৯ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- শামীমা আখতার (৬৯১), এ এম শাহজাহান মিয়া (৬৫১), মর্তুজা হায়দার লিটন (৬১৫), সলিমুল্লাহ সেলিম (৫৯৯), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৫৭১), দুলাল খান (৫৪১), সোহেলী চৌধুরী (৫৪১), দেবাশীষ রায় (৫৩৩), মঞ্জুশ্রী বিশ্বাস (৪৫৩)।
 
এর আগে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে পাঁচটি প্যানেলে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরেও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

জাগো নিউজের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন।

এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।