আগামী মাসেই ৩০০ টাকায় শতাধিক চ্যানেল


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মাত্র ৩০০ টাকায় শতাধিক চ্যানেল দেখার সেবা চালু করতে যাচ্ছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড। আগামী মার্চ মাসেই এ সেবা  চালু হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা আগামী মার্চ মাসে চালু করতে যাচ্ছি আমরা। প্রাথমিকভাবে একটি প্যাকেজের আওতায় সেবা চালু করা হবে। প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ সেবার আওতায় গ্রাহক মোট ১০৫টি চ্যানেল দেখতে পারবেন। এর মধ্যে পে চ্যানেল থাকছে ন্যূনতম ২৫টি। ডিটিএইচ সেবা নিতে গ্রাহকদের প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে ব্যয় হতে পারে ৬ হাজার টাকা। এসব যন্ত্রের মধ্যে রয়েছে সেটটপ বক্স (এসটিবি), লো নয়েজ ব্লক ডাউনকনভার্টার (এলএনবি) ও ডিশ। এর বাইরে গ্রাহককে সংগ্রহ করতে হবে কেবল। যন্ত্রাংশের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দেয়ার বিষয়টিও বিবেচনা করছে বেক্সিমকো।

উল্লেখ্য, ডিটিএইচের মাধ্যমে কেবল অপারেটরের সংযোগ ছাড়াই সরাসরি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখা সম্ভব। সেটটপ বক্স, এলএনবি ও ক্ষুদ্রাকৃতির একটি অ্যান্টেনার সমন্বয়ে সরাসরি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা। ডিটিএইচ প্রযুক্তিতে চ্যানেলগুলোর ছবি ও শব্দ আসে কেবল সংযোগের চেয়ে দ্রুত। এছাড়া সরাসরি স্যাটেলাইট থেকে ডাউনলিংকের মাধ্যমে পাওয়া প্রতিটি চ্যানেলের ছবি ও শব্দের মান থাকে একই রকম।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।