বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ, সম্পাদক বাবলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ফরিদ হোসেন, আর সাধারণ সম্পাদক হয়েছেন মোরছালীন বাবলা। আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চিত্ত ফ্রান্সিস রিবেরূ।

আরও পড়ুন: সাংবাদিক জহিরুল ইসলামকে নির্যাতনের ঘটনায় ডুরার নিন্দা

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নূরুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার রহমান, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মিঠুন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মোমিন হোসেন, অনজন রহমান, গোলাম মজতুবা ধ্রুব।

আরও পড়ুন: আরও শক্তিশালী হবে প্রেস কাউন্সিল, আওতায় আসবে অনলাইনও: তথ্যমন্ত্রী

চিত্ত ফ্রান্সিস রিবেরূ প্রধান নির্বাচন কমিশনার ও সৈয়দ আলী আসফার, শফিউল আলম রতন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএসএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।