জামিন পেলেন মাহফুজ আনাম


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০১ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে রংপুরে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক শফিউল আলম এক হাজার টাকার বন্ডে তার (মাহফুজ আনাম) জামিন মঞ্জুর করেন। আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নিধারণ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি ১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। ওই দিনই শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম মাহফুজ আনামকে ১ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

আদালতে মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। অন্যদিকে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক।

জিতু কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।