গোপালগঞ্জে ডিইউজে সভাপতি শাবান মাহমুদকে সংবর্ধনা
নিজ জন্মভূমি গোপালগঞ্জের চন্দ্রা দিঘলিয়ায় সংবর্ধিত হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ। মঙ্গলবার দুপুর ২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের যাত্রাকালে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক ও ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীকেও সংবর্ধনা দেয়া হয়।
এদিন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতি এই তিন সাংবাদিক সংগঠনের নেতারা দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
দুপুর আনুমানিক ২টায় বিএফইউজে সেক্রেটারি জেনারেল ওমর ফারুকের নেতৃত্বে বিএফইউজে, নবনির্বাচিত ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে ডিইউজে ও ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোস্তফা হোসেন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে নেতারা মহান আল্লাহ রাব্বিল আলামিনের কাছে জাতির পিতার বেহেশত কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করেন। সাংবাদিক নেতারা বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছালে গোপালগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা তাদের স্বাগত জানান।
অন্যান্যদের মধ্যে সাংবাদিক বহরে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, বিএফইউজে নেত্রী মফিদা আকবর, ডিইউজের প্রচার সম্পাদক আকতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, নির্বাহী সদস্য এ এম শাহজাহান ও দুলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে আগত সাংবাদিকদের ফুলেল অভ্যর্থনা জানান গোপালগঞ্জ প্রেসক্লাব নেতারা। বিএফইউজে ও ডিইউজে নেতারা গোপালগঞ্জের সাংবাদিকদের নিয়ে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন গঠনের ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ডিইউজের নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে আগামী দুই বছর সাংবাদিকদের সার্বিক কল্যাণে দায়িত্ব পালনের মনোভাব ব্যক্ত করেন।
এমইউ/বিএ