ঢাকাস্থ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি সোহাগ-সম্পাদক দেলোয়ার

ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগকে সভাপতি ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে আগামী (২০২৩-২৪) এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটি আগামী একমাসের মধ্যে গঠনতন্ত্রের খসড়া তৈরি করবে এবং ইফতার আয়োজন করবে।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন যমুনা নিউজের মসিউর রহমান ও বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির।
যুগ্ম-সম্পাদক করা হয়েছে চ্যানেল আইয়ের নিলাদ্রী শেখর ও চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানাকে। অর্থ সম্পাদক করা হয়েছে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জিটিভির সাজ্জাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক একাত্তর টিভির আবদুল লতিফ, নারী-প্রশিক্ষণ ও প্রযুক্তি ইসমত জেরিন স্মিতা, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক ডিবিসি নিউজের কাওসারা চৌধুরী কুমু।
কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে প্রথম আলোর গোলাম মর্তুজা অন্তু, নিউজ টোয়েন্টিফোরের নাইম আল জিকো, কালবেলার শফিকুল ইসলাম, ইনকিলাবের ফারুক হোসাইন, বণিকবার্তার শামীম রহমান ও বিডিটোয়েন্টিফোর লাইভের আজাদ হোসেনকে।
জেএ/এমএইচআর/এমএস