সাংবাদিক জামালের নবম মৃত্যুবার্ষিকী রোববার


প্রকাশিত: ১০:১৬ এএম, ০৫ মার্চ ২০১৬

রোববার রাঙামাটির উদীয়মান তরুণ সাংবাদিক মো. জামাল উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ৫ মার্চ নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত তার কোনো কূল কিনারা পাওয়া যায়নি।

সাংবাদিক জামাল উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকণ্ডের প্রতিবাদ এবং খুনিদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সুষ্ঠু বিচারের দাবিতে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। এছাড়া বিশেষ দোয়া ও মিলাদ মাহাফিলের আয়োজন করেছে তার পরিবার।

উল্লেখ্য, ২০০৭ সালের ওই দিন নিখোঁজ হওয়ার একদিন পর রাঙামাটি শহরের পর্যটন এলাকার হেডম্যানপাড়ার কাপ্তাই লেক পরিবেষ্ঠিত বিচ্ছিন্ন একটি পাহাড়ে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় সাংবাদিক জামালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও গত ৯ বছরে জামাল হত্যার আসল রহস্য উদঘাটন ও বিচার হয়নি।

জামাল উদ্দিন রাঙামাটির স্থানীয় দৈনিক গিরিদর্পণের স্টাফ রিপোর্টার এবং ঢাকার সংবাদ সংস্থা আনন্দপত্র বাংলা সংবাদের (আবাস) এর রাঙামাটি প্রতিনিধি ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।