পুরস্কারের জন্য অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান টিআইবির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ মে ২০২৩

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩ এর জন্য সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুলাই।

রোববার (১৪ মে) এক বিবৃতিতে টিআইবি আরও জানায়, শুক্রবার দেশের প্রধান দুই সংবাদ পত্রে এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সব ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের ১৫ জুলাই। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে এ ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।

এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন সহ-সমন্বয়ক জাফর সাদিকের ([email protected]) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।