কাজ না করিয়ে ৪০ লাখ টাকার বিল

বিটিভির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা মিলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৬ মে ২০২৩

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির বিভিন্ন উপকেন্দ্রে কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা বিল পরিশোধের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

গতকাল সোমবার (১৫ মে) অভিযোগ অনুসন্ধানে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়টি মঙ্গলবার (১৬ মে) জাগো নিউজকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

আরও পড়ুন: ১৩৪ জনকে চাকরি দেবে বিটিভি, আবেদন ফি ২২৩

দুদক সূত্রে জানা গেছে, বিটিভির বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকার বিল পরিশোধের মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ এবং অনিয়মের মাধ্যমে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে মূল্যায়ন কমিটির সুপারিশ অগ্রাহ্য করে আগের কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয় পরিদর্শন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন: দুদকের কার্যক্রম নিয়ে প্রতিমাসেই অনুষ্ঠান হবে বিটিভিতে

দুদক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট টিম।

এসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।