দুদকের কার্যক্রম নিয়ে প্রতিমাসেই অনুষ্ঠান হবে বিটিভিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

মানুষের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা তৈরি ও প্রতিরোধ করতে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রতিমাসেই অনুষ্ঠান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি সংস্থাটির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সরকারি টেলিভিশন চ্যালেনটিতে প্রতি মাসেই দুদকের কার্যক্রম নিয়ে রেকর্ডেড অনুষ্ঠান সম্প্রচার হবে। অনুষ্ঠানটির কোন পর্বে দুদক চেয়ারম্যান, কমিশনাররা উপস্থিত থাকবেন। দুদকের প্রতিরোধমূলক কার্যক্রমের আওতায় অনুষ্ঠানের জন্য প্রত্যেক অনুবিভাগ ও জনসংযোগ কর্মকর্তা অনুষ্ঠানের জন্য এক বা একাধিক কর্মকর্তার নাম প্রস্তাব করতে পারবেন। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে সারাদেশের সততা স্টোরের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর তাতে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, এতে নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে মামলার পরিসংখ্যান, নিয়োগ, সংক্রান্ত তথ্য, সাজা, বাজেয়াপ্ত ও জরিমানার পরিসংখ্যান, তথ্য অধিকার আইনে আপিল কর্মকর্তার ছবিসহ যাবতীয় তথ্য নিয়মিত হালনাগাদ করতে সিস্টেম এনালিস্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়েবসাইট হালনাগাদ করতে যেসব তথ্য প্রয়োজন তা সংশ্লিষ্ট অনুবিভাগ, শাখা, ইউনিট ও সেল থেকে সংগ্রহ করতে হবে। দুদকের পুরাতন সব বার্ষিক প্রতিবেদন আপলোড করতে হবে। প্রতি সমন্বয় সভায় ওয়েবসাইটে হালনাগাদকরণে কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা উপস্থাপন করার কথা বলা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি প্রশিক্ষণ সংক্রান্ত সফটওয়্যার আইপিএমএসের কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কৃচ্ছ্রসাধনে এনফোর্সমেন্ট অভিযানের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনার সময় ‘ভদ্রতা বজায় রাখা, কিন্তু সিদ্ধান্তে অটল’ নীতি মেনে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি এনফোর্সমেন্ট টিমের কার্যক্রম দুদকের ইমেজের সঙ্গে জড়িত-এ কথা সর্বদা মনে রাখার নির্দেশনার কথা বলা হয়েছে।

মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা।

এসএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।