খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে সাংবাদিকের জিডি


প্রকাশিত: ১০:২৭ এএম, ১৪ মার্চ ২০১৬

খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমের বিরুদ্ধে এবার জিডি করলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. নুরুল আজম। শারিরীকভাবে লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে সোমবার সকালে খাগড়াছড়ি সদর থানায় মেয়রের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন তিনি।

এর আগে, পৌরসভা নির্বাচনে প্রকাশিত সংবাদের জের ধরে প্রাণনাশের হুমকির অভিযোগে মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছিলেন বাংলানিউজ ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক অপু দত্ত।

সাধারণ ডায়েরীতে সাংবাদিক মো. নুরুল আজম অভিযোগ করেন, রোববার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার শালবন এলাকায় সংগঠিত সংঘর্ষের ঘটনায় হতাহতের সংবাদ সংগ্রহের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে গেলে মেয়র রফিকুল আলমের সমর্থক ও একাধিক মামলার আসামি সবুজ কুমার দে প্রকাশ্যে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন এবং মেয়র রফিকুল আলম তাকে (নুরুল আজম) মেরে ফেলার হুমকি দেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন ভূঁইয়া জানান, শারিরীকভাবে লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. নুরুল আজম নিরাপত্তাহীনতায় আইনের আশ্রয় চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।

এদিকে মো. নুরুল আজমকে শারিরীকভাবে লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী এবং খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অন্যথায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মবিরতি পালনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।