মিডিয়া ক্রিকেট
দুরন্ত জয়ে দ্বিতীয় রাউন্ডে জাগো নিউজ
নাজমুল হুসাইনের বিধ্বংসী বোলিংয়ে বিজনেস পোস্টকে ৪৫ রানের ব্যবধানে হারিয়ে ডিআরইউ মিডিয়া ক্রিকেটে দ্বিতীয় রাউন্ডে উঠেছে জাগোনিউজ২৪ডটকম। মাত্র পাঁচ রান দিয়ে চারজন ব্যাটারকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন নাজমুল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৩ রান সংগ্রহ করে জাগো নিউজ। জবাবে ব্যাট করতে নামে ৫৮ রানে অলআউট হয়ে যায় বিজনেস পোস্ট।
পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন ডিআরইউ মিডিয়া ক্রিকেটে জাগোনিউজ মুখোমুখি হয়েছিল বিজনেস পোস্টের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জাগো নিউজের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল।
ব্যাট করতে নেমে প্রথম ওভারে ২ উইকেট হারালেও ইয়াসির আরাফাত রিপন এবং আকতার শাহিনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৬ ওভারে জাগোনিউজ তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১০৩ রান। আক্তার শাহীন একাই সংগ্রহ করেন অপরাজিত ৩৫ রান। ইয়াসিন আরাফাত রিপন সংগ্রহ করেন ২১ রান। সাঈদ শিপন ৬ রান করে আউট হন। অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল অপরাজিত থাকেন ৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জাগো নিউজ এর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে বিজনেস পোস্টের ব্যাটাররা। যার ফলে মাত্র পাঁচ ওভারেই ৫৮ রানে অল আউট হয়ে যায় বিজনেস পোস্ট। ৫ রান দিয়ে ৪ ব্যাটারকে একাই বোল্ড করে সাজঘরে ফেরান নাজমুল। বাকি উইকেটটি নেন আক্তার শাহীন।
বিজনেস পোস্টের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন শাওন। ১৩ রান করেন ওমর। চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাগো নিউজের নাজমুল।
আইএইচএস/এএসএম