সাংবাদিক নাহিদের ওপর হামলা
জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিজেআইএমের
জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সংগঠনটির আহ্বায়ক স্যাম জাহান এবং সদস্য সচিব ফয়সাল মাহমুদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে ক্ষমতাসীন দলের যুব ও ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য সাংবাদিক নাহিদ হাসানের ওপর হামলা করে। এ হামলার নিন্দা জানান আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।
আরও পড়ুন: রাজধানীতে সাংবাদিকের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দ্বারা সাংবাদিকদের ওপর বারবার হামলা চালানো হচ্ছে। এ ব্যাপারে তদন্তে অনীহা দেখিয়েছে পুলিশ। কারণ অপরাধীরা প্রভাবশালী।
এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আহ্বান জানিয়েছে বিজেআইএম।
এর আগে সংবাদ সংগ্রহ করতে গেলে মোটরসাইকেলে এসে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য নাহিদ হাসানকে মারধর করেন। রোববার রাত ১০টার দিকে ধানমন্ডি কেয়ারী প্লাজা সংলগ্ন নর্দান মেডিকেল কলেজের সামনে ঘটে এ ঘটনা।
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতার শ্বাসরুদ্ধকর অবস্থা উল্লেখ করে বিজেআইএম বলছে, এসব ঘটনায় দায়মুক্তির সংস্কৃতি প্রমাণ করে যে, অপরাধীদের কাজ স্বাধীন ও উত্তরহীন। এ ধরনের অনুশীলন অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে সাংবাদিকরা টার্গেট নয়। গণতন্ত্র সম্মান করতে তাদের অবশ্যই গণমাধ্যমের ভূমিকাকে সম্মান করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এনএস/জেডএইচ/জিকেএস