শরীয়তপুরে মাহফুজ আনাম জামিনে মুক্ত


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৪ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে শরীয়তপুরে তিনটি পৃথক মানহানির মামলার দুইটিতে জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার দুপুরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত মানহানির এ দুটি মামলার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি নূরুল আমিন কোতোয়াল, জাজিরা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া ও আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম বাদী হয়ে পৃথকভাবে তিনটি মানহানির মামলা করেন। আর এ মামলা তিনটি শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন আমলে নেন। তারই ধারাবাহিকতায় আজ দি ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম সশরীরে আদালতে হাজির হলে আদালত তাকে জামিনে মুক্তি দেন।

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।